Advertisement
Advertisement
Tsunami

জাপান, রাশিয়ার পর আমেরিকার উপকূলেও আছড়ে পড়ল সুনামি, ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন

উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Tsunami waves reach US states
Published by: Subhodeep Mullick
  • Posted:July 30, 2025 7:45 pm
  • Updated:July 30, 2025 8:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা সত্যি করে জাপান, রাশিয়ার পর আমেরিকাতেও শুরু হয়ে গেল সুনামি। ক্যালিফর্নিয়া এবং হাওয়াই উপকূলে আছড়ে পড়ল প্রলয় ঢেউ। ইতিমধ্যেই সেখানকার উপকূলবর্তী বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাজানো হচ্ছে সাইরেনও। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে ক্যালিফর্নিয়ার ভারতীয় দূতাবাস। পাশাপাশি, জারি করা হয়েছে অ্যাডভাইজারিও।

Advertisement

জানা গিয়েছে, এদিন ক্যালিফর্নিয়ার অ্যারিনা কোভ উপকূলে অতিকায় ঢেউ আছড়ে পড়ে। যার উচ্চতা ছিল ১.৬ ফুট। এছাড়াও সুনামির কবলে পড়েছে ক্যালিফোর্নিয়ার ক্রেসেন্ট সিটি এবং মন্টেরি। তবে আমেরিকার অন্যান্য উপকূলগুলিতেও জারি করা হয়েছে সতর্কতা। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফে বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ক্যালিফর্নিয়ার ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই ভারতীয়দের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেটি হল +১-৪১৫-৪৮৩-৬৬২৯। পাশাপাশি, জারি করা হয়েছে একটি অ্যাডভাইজারিও। সেখানে বলা হয়েছে, ‘স্থানীয় প্রশাসন যে নির্দেশিকা জারি করেছে, তা অবশ্যই মেনে চলুন, উপকূলীবর্তী এলাকা এড়িয়ে চলুন, বৈদ্যুতিন ডিভাইসগুলিতে চার্জ দিয়ে রাখুন এবং বাড়িতে জরুরি কিট মজুত রাখুন।

প্রসঙ্গত, বুধবার সকালে ৮.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়া। তারপরই রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে এবং জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়ে সুনামির ঢেউ। সুনামির সতর্কতা জারি করা হয়েছে চিনের একাংশেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলীয় শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৮ বলে জানালেও পরে তা ৮.৮ বলে জানানো হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ