Advertisement
Advertisement
India flight

২৪ ঘণ্টায় দ্বিতীয়বার! যান্ত্রিক ত্রুটির কারণে তড়িঘড়ি অবতরণ ভারতমুখী ২ বিমানের, নেপথ্যে গাফিলতি?

চেন্নাই এবং দিল্লিতে নামার কথা ছিল দু'টি বিমানের।

Two India bound flights made emergency landing after technical snag

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 16, 2025 2:42 pm
  • Updated:June 16, 2025 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার! অন্যত্র ঘুরিয়ে দেওয়া হল ভারতমুখী বিমান। রবিবার রাতে লন্ডন থেকে চেন্নাইমুখী বিমান ফিরে যায় হিথরো বিমানবন্দরে। আবার সোমবার সকালে হংকং থেকে দিল্লি আসার বিমানও মাঝআকাশ থেকে হংকংয়ে ফিরে যায়। দুই ক্ষেত্রেই বিমানে যান্ত্রিক ত্রুটির অভিযোগ উঠেছে। ঘটনাচক্রে, তার মধ্যে একটি বিমান এয়ার ইন্ডিয়ার। ফলে প্রশ্ন উঠছে, আহমেদাবাদের মর্মান্তিক দুর্ঘটনার পরেও কেন সতর্ক হচ্ছে না উড়ান সংস্থাগুলি?

Advertisement

বিমানে যান্ত্রিক ত্রুটির প্রথম ঘটনাটি ঘটেছে লন্ডনে। রবিবার লন্ডন থেকে চেন্নাই আসার কথা ছিল ব্রিটিশ এয়ারওয়েজের বিমানের। নির্দিষ্ট সময়ের চেয়ে ৩৬ মিনিট দেরিতে যাত্রা শুরু করে বিমানটি। কিন্তু মাঝআকাশে ফের বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। হিথরো বিমানবন্দরেই ফের জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় বিমানটি। তবে নামার আগেও দীর্ঘক্ষণ ডোভার প্রণালীর উপর চক্কর কাটতে থাকে উড়ানটি। শেষ পর্যন্ত নিরাপদে লন্ডনে নামানো হয়েছে বিমানটিকে।

কয়েকঘণ্টার মধ্যেই ফের একই ঘটনা ঘটল দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানে। সূত্রের খবর, সোমবার সকালে হংকং থেকে দিল্লিতে আসার কথা ছিল এআই৩১৫ উড়ানের। কিন্তু আবারও টেক অফের পরে মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির শিকার হয় বিমানটি। প্রায় দেড়ঘণ্টা আকাশে ওড়ার পর বিমানটি হংকংয়ে অবতরণ করানো হয়। উল্লেখ্য, দিনকয়েক আগে আহমেদাবাদে ভেঙে পড়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার-৮ মডেলের বিমানই এদিন হংকং থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

একইদিনে ভারতমুখী জোড়া বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিতেই প্রশ্ন উঠছে উড়ানের রক্ষণাবেক্ষণ নিয়ে। টেক অফ করার আগে কি আদৌ পর্যাপ্ত চেকিং করা হয়? আহমেদাবাদ দুর্ঘটনার পর থেকেই বিমান পরিচালনায় গাফিলতির নানা তত্ত্ব উঠে আসছে। একই দিনে পরপর দু’বার মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির ঘটনা কি সেই তত্ত্বে সিলমোহর দিচ্ছে? বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানগুলিতে পর্যাপ্ত চেকিংয়ের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। তা সত্ত্বেও কেন যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটছে টেক অফের পর?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement