Advertisement
Advertisement
Golden Visa

একধাক্কায় ৪ কোটি থেকে ২৩ লক্ষ! ভারতীয় হলেই আজীবন ভিসার ‘সুবর্ণ সুযোগ’ এই দেশে

পূর্বে এই ভিসা পেতে সাড়ে ৪ কোটির বেশি বিনিয়োগ করতে হত দেশটিতে।

UAE offering Indians lifetime Golden Visa for just Rs 23 lakh
Published by: Amit Kumar Das
  • Posted:July 8, 2025 3:57 pm
  • Updated:July 8, 2025 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয়দের জন্য ভিসা নীতিতে বদল আনল মধ্যপ্রাচ্যের দেশ। রিয়েল স্টেট বা বাণিজ্যিক বিনিয়োগ ছাড়াই গোল্ডেন ভিসার মাধ্যমে আজীবন সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) বাস করতে পারবেন ভারতীয়রা। এর জন্য ভারতীয় নাগরিকদের খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় ২৩ লক্ষ টাকা। পূর্বে এই টাকার অঙ্কটা ছিল ৪.৬৫ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, পাইলট প্রোজেক্ট হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীর সরকার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য এই প্রকল্প চালু করছে। নয়া ভিসা নীতির দায়িত্ব সরকারের তরফে দেওয়া হয়েছে রায়দ গ্রুপ নামে স্থানীয় এক সংস্থাকে। সংস্থার প্রধান রায়দ কামাল আয়ুব জানান, এই প্রকল্প ভারতীয় নাগরিকদের এক সুবর্ণ সুযোগ হতে চলেছে। এই প্রকল্পের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। রায়দ জানান, “কেউ গোল্ডেন ভিসার জন্য আবেদন জানালে প্রথমেই খতিয়ে দেখা হবে সেই ব্যক্তির ক্রাইম রেকর্ড। অর্থ পাচারের জন্য এই ধরনের বিনিয়োগ করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখব আমরা। পাশাপাশি তাঁর সোশাল মিডিয়াও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। যোগ্য বলে মনে হলে তবেই গোল্ডেন ভিসার অনুমোদন দেওয়া হবে।”

উল্লেখ্য, পূর্বে আরব আমিরশাহী সরকারের নীতি ছিল কেউ যদি এই দেশে আজীবন থাকার জন্য গোল্ডেন ভিসা চান সেক্ষেত্রে ২০ লক্ষ দিরহাম অর্থাৎ ৪.৬৬ কোটি টাকার ব্যবসায়িক বিনিয়োগ করতে হত। সেই নিয়মের পরিবর্তে এখন দিতে হবে মাত্র এক লক্ষ দিরহাম বা ২৩.৩ লক্ষ টাকা। নয়া নিয়মে কোনও বিনিয়োগ নয়, শুধুমাত্র নমিনেশনের মাধ্যমে দেওয়া হবে। আমিরশাহী সরকারের আশা প্রথম তিন মাসেই ৫ হাজারের বেশি ভারতীয় এই ভিসার জন্য আবেদন জানাবেন।

উল্লেখ্য, দুবাই-সহ আরব আমিরশাহীর অন্যান্য শহরগুলি ভারতীয়দের কাছে বরাবরই পছন্দের। কর্মসংস্থান, ব্যবসা ও জীবনযাত্রার উন্নত মানের জন্য প্রচুর মানুষ এই দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন। তবে এতদিন বিপুল বিনিয়োগ ছাড়া এখানে গোল্ডেন ভিসা পাওয়া যেত না। সেদিক থেকে মাত্র ২৩ লক্ষ টাকায় এই ভিসা সেই সব ভারতীয়দের জন্য সুবর্ণ সুযোগ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement