সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ে শিউরে ওঠার মতো ঘটনা। হাসপাতালের একের পর এক সদ্যোজাতকে খুন করেছিলেন এক নার্স! শুরুতে বোঝাই যাচ্ছিল না, কেন মৃত্যু হচ্ছে শিশুদের। তবে কিনা এক নার্সের গতিবিধি নিয়ে সন্দেহ হয়েছিল হাসপাতালেরই ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের। তিনি তৎপর হতেই মুখোশ খুলে যায় তরুণী নার্সের। শেষ পর্যন্ত সাত শিশুকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। শুক্রবার নৃশংস অপরাধের দায়ে তরুণীকে দোষী সাব্যস্ত করেছে ব্রিটেনের আদালত।
ইংল্যান্ডের (England) চেস্টারের একটি হাসপাতালের ঘটনা। সেখানেই সাতটি শিশুর মৃত্যু হয়েছে বিভিন্ন সময়ে। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ৩৩ বছর বয়সি লুসি লেটবি। এই নার্সই সদ্যোজাতদের খুন করেছেন বলে অভিযোগ। আরও ছয় শিশুকে খুনের চেষ্টার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। চিকিৎসক রবি জয়রাম তৎপর হওয়ার পরেই হত্যাকারীকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমবার ২০১৫ সালে নার্সকে নিয়ে সন্দেহ হয় ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের। ওই বছর জুন মাসে তিন শিশুর মৃত্যু হয় হাসপাতালে। এর পর আরও কয়েকটি শিশুর মৃত্যু হয়। তখনই নার্সের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিষয়টি হাসপাতালের গোচরে আনেন রবি-সহ আরও কয়েক জন চিকিৎসক। ২০১৭ সালের এপ্রিল মাসে এই ব্যাপারে পুলিশের দ্বারস্থ হন হাসাপাতালের চিকিৎসকরা। এই বিষয়ে অনুমতি দেয় ‘ন্যাশনাল হেলথ সার্ভিস’।
২০১৮ সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয় লুসিকে। শুক্রবার তাঁকে দোষী সাব্যস্ত করেছে ব্রিটেনের আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে। যদিও অভিযুক্ত নার্সের দাবি, আদতে হাসপাতালের, সেই বিষয়টি ঢাকতেই তাঁকে ফাঁসানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.