সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ব্রিটেনের নবম ধনকুবের। কিন্তু দেশের রাজনৈতিক বাতাবরণ ও নয়া কর কাঠামো একেবারেই পছন্দ হয়নি। তাই এবার দেশ ছেড়ে দুবাই চললেন জন ফ্রেডরিকসেন। বেচে দিলেন ৩৩৭ মিলিয়ন ডলারের প্রাসাদ। ভারতীয় মুদ্রায় যার দাম তিন হাজার কোটিরও বেশি! জানিয়ে দিয়েছেন, ”ব্রিটেন এখন নরক। গোটা পশ্চিমী বিশ্বই অবনমনের পথে।”
ফোর্বসের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, জনের বিলাসবহুল প্রাসাদ মোট ৩০ হাজার বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত। তাতে রয়েছে দশটি বেডরুম, একটি ব্যক্তিগত বলরুম এবং তাক লাগানো দুই একরের বাগান! ব্রিটেনের আর্থিক নীতির কড়া সমালোচনা করেছিলেন আগেই। এবার দেশই ছাড়ছেন ধনকুবের। বন্ধ করে দিচ্ছেন তাঁর জাহাজের ব্যবসার অন্যতম সংস্থা ‘সিট্যাঙ্কার্স’-এর সদর দপ্তর।
তবে জন একাই নয়, সাম্প্রতিক অতীতে এই প্রবণতা দেখা যাচ্ছে ব্রিটেনের বহু ধনকুবেরের মধ্যেই। কেবল ২০২৪ সালেই সেদেশ ছেড়েছেন ১০ হাজার ৮০০ কোটিপতি। যা আগের বছরের তুলনায় ১৫৭ শতাংশ বেশি। তবে ২০২৫ সালে পরিস্থিতি আরও খারাপ। ইতিমধ্যেই ১৬ হাজার ৫০০ কোটিপতি ব্রিটেন ছেড়ে চলে গিয়েছেন। যার ফলে ৬৬ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগও হাওয়া! এর ধাক্কায় ব্রিটেনের রাজধানী লন্ডনকেও প্রবল ক্ষতির মুখে পড়তে হয়েছে। ২০১৪ সাল থেকে ধরলে লন্ডন থেকেই দেশ ছেড়েছেন ৩০ হাজার কোটপতি।
তবে নিশ্চিত ভাবেই বর্তমান শাসকদের আমলে পরিস্থিতি সবচেয়ে জটিল হয়েছে। শাসক লেবার পার্টির সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে সমালোচনা তুঙ্গে। ‘অ-আবাসিক’ বাসিন্দাদের জন্য নিয়ম কঠোর করেছে বর্তমান সরকার, যাঁরা ব্রিটেনে বসবাসের সময় বিদেশি আয়ের উপর খুব কম বা কোনও অতিরিক্ত কর দেননি। যদিও পরে পরিস্থিতি সামলাতে কর ছাড়ারে বিশেষ প্রস্তাবও দেওয়া হয়েছে। জুনের শেষে চালু হয়েছে ‘ব্রিটানিয়া কার্ড’। তবুও পরিস্থিতি যে ক্রমেই প্রতিকূল হয়ে উঠছে, সেটাই যেন বুঝিয়ে দিচ্ছে জন ফ্রেডরিকসেনের দেশ ছাড়ার খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.