Advertisement
Advertisement

Breaking News

operation Sindoor

আত্মরক্ষার অধিকার আছে ভারতের! ব্রিটিশ পার্লামেন্টে ‘লাদেনের আশ্রয়দাতা’ পাকিস্তানকে তুলোধোনা এমপির

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমেন্সে ভারতের হয়ে ব্যাট ধরেন প্রীতি।

UK MP calls out Pak in fiery Parliament speech after operation Sindoor
Published by: Paramita Paul
  • Posted:May 8, 2025 12:28 pm
  • Updated:May 8, 2025 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছে ভারত। বিশ্বের সামনে আরও একবার প্রমাণ করে দিয়েছে, পড়শি দেশ সন্ত্রাসের আতুঁরঘর। এমন পরিস্থিতিতে ব্রিটেনের পার্লামেন্টে ইসলামাবাদকে কার্যত ধুয়ে দিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ প্রীতি প্যাটেল। ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে টেনে খোঁচা দিলেন তিনি। মনে করিয়ে দিলেন, ভারতের আত্মরক্ষার অধিকারের কথা।

ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অফ কমনসে’ ভারতের হয়ে ব্যাট ধরেন প্রীতি। মনে করিয়ে দেন, কীভাবে ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ২৫ পর্যটক ও এক স্থানীয় যুবককে হত্যা করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। কীভাবে সন্ত্রাসের ক্ষতচিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়েথাকা দিল্লি, মুম্বইয়ের তালিকায় নাম লিখিয়েছে ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরন ভ্যালি, সেকথাও তুলে ধরেন ব্রিটিশ এমপি। এরপরই তাঁর জোরালো অভিমত, ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে। যে বা যারা ভারতকে ভয় দেখানেরা চেষ্টা করছে, যে পরিকাঠামো থেকে ভারতের উপর হামলা চলছে, সেখানে প্রত্যাঘাত করা নয়াদিল্লির অধিকার।” এরপরই পাকিস্তানকে দুষে প্রীতির দাবি, “সে দেশে থাকা সন্ত্রাসবাদীরা ভারতের মতো পশ্চিমী দুনিয়ার জন্যও ক্ষতিকারক।” তবে দু’দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ুক, তা চান না ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ।

 

শুধু তাই নয়, পাকিস্তানই যে কুখ্যাত জঙ্গি ওসামা-বিন-লাদেনকে আশ্রয় দিয়েছিল সে কথা মনে করিয়ে প্রীতির দাবি, দীর্ঘ সময় ধরে ভারতকে উত্যক্ত করেছে সন্ত্রাসবাদীরা। নয়াদিল্লির সঙ্গে ব্রিটেনের যে সন্ত্রাসবিরোধী দীর্ঘমেয়াদি চুক্তিগুলি রয়েছে সে কথাও মনে করিয়ে দিয়েছেন প্রীতি। একইসঙ্গে তাঁর জোরালো সওয়াল, সন্ত্রাস নির্মূল করতে ব্রিটেনের উচিৎ ভারতের সঙ্গে হাতমিলিয়ে কাজ করা।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের সাফ কথা, আত্মরক্ষার অধিকার সব দেশের আছে। সেই নিয়ম মেনেই এই অপারেশন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement