সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএস নিকেশে এবার ব্যবহার করা হতে চলেছে বলিউডের গান৷ শুনেই অবাক হচ্ছেন? কিন্তু এমনটাই ঘটছে৷ ব্রিটিশ সেনাবাহিনী বলিউডের গানকে রীতিমতো অস্ত্র হিসাবে ব্যবহার করছে আইএস নিধনযজ্ঞে৷ ইতিমধ্যে ব্রিটিশ এবং লিবিয়ান সেনাবাহিনী প্রায় দু’গাড়ি বলিউডের গান জমা করেছে নিজেদের অস্ত্র হিসাবে৷ সেই গান বাজিয়েই আইএস জঙ্গিদের জীবননাশ করবে এবার সেনাবাহিনী! অন্তত এমনটাই পরিকল্পনা সেনাবাহিনীর৷
কিন্তু আইএস জঙ্গিদের এহেন বলিউড ভীতির কারণ কী?
শরিয়ত আইন অনুযায়ী, যেকোনও ধরনের গান শোনা ধর্ম বিরোধী কাজ৷ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলিউড অভিনেত্রীদের লাস্য এবং নানাধরনের মজার মশলা গান আইএসদের শোনা বারণ! এমন গান তাদের সামনে বাজান হলে তাদের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়, তা তাদের কাজে বিঘ্ন ঘটাবে৷ পাশাপাশি, সেনাবাহিনীর তরফ থেকে এই বলিউডের গানগুলি রেডিওতেও বাজান হচ্ছে, যা জঙ্গিদের অস্বস্তি আরও বাড়াচ্ছে৷
বলিউডের গানকে ব্যবহার করে আসলে সেনাবাহিনী আসলে আইএস জঙ্গিদের উসকাচ্ছে৷ গানের জ্বলে বিরক্ত হয়ে আইএস জঙ্গিরা নিজে থেকে আক্রমণ করলে, সেনাবাহিনী সহজেই তাদের নিকেশ করতে পারবে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.