সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণসাগরে রাশিয়ার নৌসেনার সদর দপ্তরে মিসাইল হামলা ইউক্রেনের। মৃত এক রুশ সেনা আধিকারিক। বিগত কয়েক মাসে আক্রমণের ধার তীব্র করে এইভাবেই বদলা নিচ্ছে ইউক্রেনীয় ফৌজ।
শুক্রবার সেবেস্তোপোলের ক্রিমিয়া বন্দরে রুশ নৌসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে জেলেনস্কি বাহিনী। যার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড বেঁধে যায় সেখানে। এই বিষয়ে রাশিয়ার (Russia) প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের হামলার পর থেকে ওই সেনা আধিকারিক নিখোঁজ ছিলেন। রুশ সেনা দাবি করে ওই আধিকারিককে খুন করা হয়েছে। রাশিয়ার ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ মোট পাঁচটি মিসাইলকে প্রত্যাঘাত করে নামিয়েছে। মিসাইল হামলার কথা স্বীকার করে ইউক্রেনের সেনা জানিয়েছে, “কৃষ্ণসাগরের রাশিয়ার নৌসেনার সদর দপ্তরে আমাদের অভিযান সফল হয়েছে।”
উল্লেখ্য, গত জুলাই মাসে কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। ধ্বংস হয়ে যায় ৬০ হাজার টন খাদ্যশস্য। এবার যেন তারই ‘বদলা’ নিল ইউক্রেন। দেড় বছর পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধের। সাম্প্রতিক সময়ে পালটা মারের তীব্রতা বাড়িয়েছে কিয়েভ। ফলে বদলে যাচ্ছে রণক্ষেত্রের ছবি। রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের ত্রাতা হয়েছে আমেরিকা। অত্যাধুনিক অস্ত্র দিয়ে জেলেনস্কি বাহিনীকে শক্তি জোগাচ্ছে হোয়াইট হাউস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.