Advertisement
Advertisement
Ukraine Sniper

১৩০০০ ফুট দূর থেকে উড়ে গেল রুশ সেনার খুলি! খুনে বিশ্বরেকর্ড ইউক্রেনের স্নাইপারের

নিজের রেকর্ড নিজেই ভাঙল ইউক্রেন।

Ukraine Sniper shoots Russian army in world's longest ever kill
Published by: Amit Kumar Das
  • Posted:August 18, 2025 6:50 pm
  • Updated:August 18, 2025 6:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলের নজর এড়িয়ে শত্রুকে চিরঘুমে পাঠাতে স্নাইপার যোদ্ধাদের জুড়ি মেলা ভার। এবার ১৩ হাজার ফুট বা প্রায় ৪ কিলোমিটার দূর থেকে রুশ সেনার মাথার খুলি উড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন ইউক্রেনের এক স্নাইপার। এই অসম্ভব সম্ভব হল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ড্রোন গাইডেন্সের যৌথ মিশেলে। বেনজির এই কীর্তিতে নিজের রেকর্ড নিজেই ভাঙল ইউক্রেন।

Advertisement

জানা যাচ্ছে, ইউক্রেনের ১৪.৫ এমএম-এর অ্যালিগেটর রাইফেলের সাহায্যে এই অসম্ভব সম্ভব হয়েছে। কিয়েভ পোস্টের রিপোর্ট অনুযায়ী, এই মারণ শটটি চালানো হয় ১৪ আগস্ট ২০২৫ সালে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ড্রোন গাইডেন্সের মাধ্যমে অতদূরের লক্ষ্যে নির্ভুল আঘাত হানে ইউক্রেন সেনার অত্যাধুনিক এই রাইফেল। গুলিটি চালানো হয়েছিল ইউক্রেনের পকরোভস্ক থেকে। যে রাইফেলের সাহায্যে এই হত্যালীলা চালানো হয় তার কার্যক্ষমতাও নেহাত কম নয়।

নিউইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, ১৪.৫ এমএম-এর অ্যালিগেটর রাইফেল এক ম্যাগাজিনের। যার ‘মজল ভেলোসিটি’ ৩২১৫ থেকে ৩২৮১ ফুট প্রতি সেকেন্ড। এই বন্দুকের নির্মাতা খারকিভে অবস্থিত XADO-Holding নামের এক সংস্থা। ২০২১ সালে তাদের তরফে জানানো হয়েছিল এই বন্দুকের রেঞ্জ ১.২ মাইল। রাইফেলটির ওজন ২৫ কেজি। তবে গত কয়েক বছরে এই রাইফেলকে আরও অত্যাধুনিক করে তোলা হয়েছে। তার প্রমাণ দফায় দফায় মিলেছে।

তথ্য বলছে, সবচেয়ে দূর থেকে স্নাইপারের গুলিতে মৃত্যুর রেকর্ড একটা সময় ছিল কানাডা সেনার ঝুলিতে। ২০১৭ সালে ইরাকে গৃহযুদ্ধ চলাকালীন ৩৫৪০ মিটার দূর থেকে এক আইএসআইএস জঙ্গিকে খতম করেছিল স্নাইপার। এরপর সেই রেকর্ড ভেঙে ২০২৩ সালে রাশিয়ার বিরুদ্ধে নয়া রেকর্ড গড়েন ৫৮ বছর বয়সি ইউক্রেন সেনার এক স্নাইপার। ১২,৪০০ ফুট বা ৩৮০০ মিটার দূর থেকে গুলি করে মারা হয় রাশিয়ার এক যোদ্ধাকে। এবার নিজেদের গড়া সেই রেকর্ডও ভেঙে দিল ইউক্রেন সেনা। ৩৯৬২ মিটার দূর থেকে গুলিতে উড়িয়ে দেওয়া হল রুশ সেনার মাথার খুলি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ