Advertisement
Advertisement
Russia-Ukraine War

‘স্বর্গে আবার দেখা হবে মা’, রুশ গোলায় নিহত মহিলাকে চিঠি লিখল ছোট্ট মেয়ে

চিঠি পড়ে চোখে জল নেটিজেনদের।

Ukrainian child’s heartbreaking letter to mother killed in war। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 10, 2022 4:04 pm
  • Updated:April 10, 2022 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে কেটে গিয়েছে দেড় মাস। তবু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) থামার কোনও লক্ষণ নেই। যতদিন যাচ্ছে আরও বেশি করে ক্ষতবিক্ষত হতে হচ্ছে কিয়েভকে। দিনের পর দিন সম্পদ ধ্বংস ও অসংখ্য প্রাণহানির করুণ ছবি ইউক্রেন জুড়ে। যুদ্ধ যে একটা দেশকে কীভাবে বিধ্বস্ত করে দিতে পারে তার নিদর্শন মিলছে বারবার। সম্প্রতি ভাইরাল হল একটি দু’পাতার চিঠি। ৯ বছরের একটি মেয়ে সেই চিঠি লিখছে নিজের সদ্যপ্রয়াত মা’কে।

Advertisement

মহিলার মৃত্যু হয়েছে  রুশ হামলায়। অসহায় মেয়ের ইচ্ছে, একদিন স্বর্গে ঠিক দেখা হয়ে যাবে তাদের। এহেন মর্মস্পর্শী চিঠি পড়ে মন আর্দ্র নেটিজেনদের। ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রকের পরামর্শদাতা অ্যান্টন গারাশচেঙ্কো টুইটারে শেয়ার করেছেন চিঠিটি। গাড়িতে করে যাওয়ার সময় ওই মহিলার গাড়িতে আছড়ে পড়েছিল রুশ গোলা। তাতেই মৃত্যু হয় তাঁর। মা’কে এভাবে হারানোর পরে গত ৮ মার্চ ওই চিঠি লেখে ছোট্ট মেয়েটি।

[আরও পড়ুন: ‘এবার IPL কমেন্ট্রি করতেই পারেন, তাই না?’, গদিচ্যুত ইমরানকে খোঁচা দিয়ে প্রশ্ন মীরের]

ঠিক কী লিখেছে সে? তাকে লিখতে দেখা গিয়েছে, ”মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি তোমাকে কখনও ভুলতে পারব না। আমি প্রার্থনা করি তুমি স্বর্গে স্থান পাবে এবং সেখানে খুশিতে থাকবে। আমিও খুব চেষ্টা করব ভাল মানুষ হতে, যাতে আমি স্বর্গে যেতে পারি। আবার স্বর্গে দেখা হবে।”

মাত্র ৯ বছরেই মা’কে হারিয়েছে ছোট্ট মেয়ে। সামনে পড়ে রয়েছে দীর্ঘ দীর্ঘ পথ। তবুও সে ভেঙে পড়তে রাজি নয়। নিজের মনকে শক্ত করে সে জানিয়েছে, ”মা, এই চিঠিটা তোমার জন্য উপহার। আমার জীবনের শ্রেষ্ঠ ৯টা বছর আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।”

এই চিঠি পড়ে স্বাভাবিক ভাবেই বিষণ্ণ নেটিজেনরা। এমন কত চির বিচ্ছেদ যে সেদেশের অলিগলিতে জন্ম নিচ্ছে ভাবতে পারছেন না তাঁরা। রাজায় রাজায় যুদ্ধ হলেও শেষ পর্যন্ত যে ‘উলুখাগড়া’দেরই প্রাণ যায়, সেই পুরনো প্রবাদই নিষ্ঠুর সত্যি হয়ে দেখা দিচ্ছে ইউক্রেনে। আপাতত তাই যুদ্ধের শেষে ফের শান্তির পৃথিবীতে ফেরার দিন গুনছেন সকলে।

[আরও পড়ুন: ‘মরলেও কাউকে জানাবি না, সবাই লুটেপুটে খাবে’, মায়ের পরামর্শ মেনেই ৬ মাস ধরে দেহ আগলে মেয়ে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement