সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভয়াবহ ড্রোন হামলায় রাশিয়ার বায়ুসেনা ঘাঁটি তছনছ করে দিয়েছে ইউক্রেন। ধ্বংস হয়েছে সেখানে থাকা অন্তত ৪০টি যুদ্ধবিমান। গত ৩ বছর ধরে চলতে থাকা যুদ্ধে এখনও পর্যন্ত রাশিয়ার বুকে এটাই সবচেয়ে বড় হামলা ইউক্রেনের। জানা যাচ্ছে, রাশিয়ার মাটিতে বিরাট এই হামলার নেপথ্যে রয়েছে দেড় বছরের একেবারে নিখুঁত পরিকল্পনা। ট্রাক বোঝাই করে রাশিয়াতে পাঠানো হয় ড্রোন। এই গোটা পরিকল্পনার নেপথ্যে ছিলেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
নাম না প্রকাশের শর্তে ইউক্রেনের এক আধিকারিক সংবাদসংস্থা ‘এপি’ কে জানান, দেড় বছর ধরে বেশি সময় ধরে নিখুঁত পরিকল্পনা সাজান হয় এই হামলার জন্য। এয়ারবেসে হামলা চালানোর জন্য কন্টেনার বোঝাই ড্রোন ট্রাকে করে পাঠানো হয় রাশিয়াতে। এরপর রবিবার বিকেলে ইউক্রেন থেকে ৪০০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত ইরকুটস্ক অঞ্চলে বেলায়া বিমানঘাঁটি-সহ চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু’টি এয়ারফিল্ড লক্ষ্য করে হামলা চালায়। ধ্বংস করা হয় রাশিয়ার অন্তত ৪১টি অত্যাধুনিক যুদ্ধবিমান। যুদ্ধ বিশেষজ্ঞদের দাবি, এখনও পর্যন্ত রাশিয়ার মাটিতে এটাই সবচেয়ে বড় হামলা। ইউক্রেনের ওই আধিকারিকের দাবি, শুরু থেকে এই হামলার তদারকিতে ছিলেন খোদ প্রেসিডেন্ট জেলেনস্কি।
রাশিয়ার তরফে জানা যাচ্ছে, এই হামলায় রাশিয়ার বোমারু বিমান Tu-95 এবং Tu22M3 ধ্বংস হয়েছে। একটি A-50 বিমানও ধ্বংস হয়েছে ইউক্রেনের হামলায়। একাধিক সেনাঘাঁটিতে আগুন ধরে যায় হামলার জেরে। রাশিয়ায় নানা জায়গায় বিস্ফোরণ এবং আগুন ধরে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। হামলার পর রাশিয়ার ওই অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ বলেন, প্রথমবারের মতো ওই অঞ্চলে ইউক্রেনের ড্রোন দেখা গিয়েছে। ড্রোনগুলি ট্রাক থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলেই জানিয়েছে রুশ প্রশাসন।
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত ৩ বছর ধরে চলা যুদ্ধ থামাতে তৎপর হয়েছে আমেরিকা। তবে যুদ্ধ থামানো ও শান্তির লক্ষ্যে আলোচনায় বসার ইঙ্গিত দিলেও ইউক্রেনের মাটিতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বারবার এই ইস্যুতে সরব হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এমনকী রবিবার তিনি জানান, সোমে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার লক্ষ্যে ইস্তানবুলে প্রতিনিধি দল পাঠাবে ইউক্রেন। সেইদিনই রাশিয়ার মাটিতে চলে মারণ হামলা। এ বিষয়ে টেলিগ্রাম বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ‘আমরা আমাদের স্বাধীনতা, দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে যা যা করণীয় তা করব।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.