Advertisement
Advertisement
Volodymyr Zelenskyy

গাজায় শান্তি ফিরলে ইউক্রেনে নয় কেন? ‘মাসিহা’ ট্রাম্পের দ্বারস্থ জেলেনস্কি

কী জানালেন জেলেনস্কি?

Ukrainian President Volodymyr Zelenskyy speaks to US counterpart Donald Trump amid Gaza Deal
Published by: Subhodeep Mullick
  • Posted:October 11, 2025 9:19 pm
  • Updated:October 11, 2025 9:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজা শান্তিচুক্তির প্রথম দফায় একমত হয়েছে ইজরায়েল এবং  প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠীটি হামাস। জানা যাচ্ছে, ইতিমধ্যেই গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে দিয়েছেন ইহুদি দেশটি। এই পরিস্থিতিতে ফের মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বক্তব্য, গাজায় যদি শান্তি ফেরে, তাহলে ইউক্রেন সংঘাতও মিটতে পারে। কিয়েভেও শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।

Advertisement

শনিবার ট্রাম্পকে ফোন করেন জেলেনস্কি। গাজা শান্তিচুক্তির জন্য তিনি অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্টকে। একইসঙ্গে ইজরায়েল-হামাসের মতো রাশিয়া-ইউক্রেন সংঘাত থামানোরও আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ট্রাম্পের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কথোপকথনটি যথেষ্ট ইতিবাচক এবং ফলপ্রসূ ছিল। গাজা শান্তিচুক্তির জন্য তাঁকে অভিনন্দন জানাই। ইজরায়েলে-হামাস যুদ্ধ যদি বন্ধ হতে পারে, তাহলে যে কোনও যুদ্ধই বন্ধ হতে পারে। শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধও।’    

উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন। আলাদা আলাদা করে বৈঠক করেছেন দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গেও। কিন্তু তাতেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। এই অবস্থায় শোনা যাচ্ছে, ট্রাম্পের সঙ্গে ফের দেখা করতে চলেছেন জেলেনস্কি। তাঁর দাবি, ইউক্রেনের জন্য নিরাপত্তার গ্যারান্টি ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞার জারির বিষয়ে আলোচনা করবেন তিনি। কিয়েভের দাবি, যদি রাশিয়া যুদ্ধবিরতির পথে না হাঁটে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হোক। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন জেলেনস্কি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ