Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘সন্ত্রাসবাদ বিশ্বের সমস্যা, কোনও আপস নয়’, ইন্দোনেশিয়ায় পাক-বিরোধী বার্তা অভিষেকের

'সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না', বলছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

'Uncompromising response', Abhishek Banerjee states India's position against terrorism in Indonesia
Published by: Sucheta Sengupta
  • Posted:May 30, 2025 8:29 pm
  • Updated:May 30, 2025 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসে ‘মদতদাতা’ পাকিস্তানের মুখোশ খুলতে উপমহাদেশের বিভিন্ন দেশ সফরে কেন্দ্রের সংসদীয় সর্বদলের প্রতিনিধিরা। জাপান, দক্ষিণ কোরিয়া হয়ে এই মুহূর্তে ইন্দোনেশিয়ায় রয়েছেন তাঁরা। সেখানে শুধু ভারতের মাটিতে পাকিস্তানের ইন্ধনে জঙ্গি হামলার মতো ঘটনাই উদ্বেগের বিষয় নয়। বর্তমানে গোটা বিশ্বেরই সমস্যা এই সন্ত্রাসবাদ। আর তাই সবাইকে এক হয়ে তার মোকাবিলা করতে হবে। ইন্দোনেশিয়ায় দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, ”সন্ত্রাসবাদ প্রশ্নে কোনও আপস নয়।”

শুক্রবার এই প্রতিনিধি দল ইন্দোনেশিয়ায় কূটনৈতিক স্তরে এক বৈঠক করে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য, ”সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। বিশেষত সীমান্তের ওপার থেকে যখন লাগাতার উসকানি দেওয়া হয়। এই মুহূর্তে সন্ত্রাসবাদ বিশ্বের কাছে বড়সড় সমস্যা। আপসহীন হয়ে তার মোকাবিলা করতে হবে একসঙ্গে। এই উপমহাদেশে শান্তি স্থাপন করতে হলে সকলে হাতে হাত ধরে কাজ করতে হবে। এ ব্যাপারে ভারতের অবস্থান জিরো টলারেন্স।”

ইন্দোনেশিয়ায় কেন্দ্রের সর্বদলের সদস্যরা। ছবি: এক্স হ্যান্ডল।

এদিন ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানেও অভিষেক বারবার তুলে ধরেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লৌহকঠিন লড়াইয়ের কথা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পালটায় কেন্দ্রের অপারেশন সিঁদুরের সাফল্যের কথা উল্লেখ করেন। তৃণমূল সাংসদের বক্তব্য, ”কোনও দেশের গণতান্ত্রিক পরিবেশ, একতা ভাঙতে সন্ত্রাসবাদকে বারবার হাতিয়ার করা হয়েছে। কিন্তু ভারতের ঐক্য, সংস্কৃতি এমনই যেখানে এ ধরনের কোনও অসৎ উদ্দেশ্য সফল হবে না। সাধারণ মানুষের জীবনের উপর হামলার প্রশ্নে ভারত শূন্য সহনশীলতা নীতিকেই বরাবর অগ্রাধিকার দেবে।” ইন্দোনেশিয়া সফর সেরে এই প্রতিনিধিদলের মালয়েশিয়া যাওয়ার কথা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement