সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিভ্রাট! আবারও নাম জড়াল এয়ার ইন্ডিয়ার। যান্ত্রিক ত্রুটির জেরে এবার মাঝপথেই বাতিল হয়ে গেল দিল্লি থেকে ওয়াশিংটনগামী বিমান। জ্বালানি ভরার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবতরণের পরই উড়ানটিকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার রাতে দিল্লি থেকে আমেরিকার ওয়াশিংটনের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। মাঝে জ্বালানি ভরার জন্য সেটি ভিয়েনাতে অবতরণ করে। সূত্রের খবর, এরপরই উড়ানটিতে কিছু যান্ত্রিক গোলযোগ চোখে পড়ে বিমানকর্মীদের। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, “পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, জ্বালানি ভারার জন্য বিমানটি ভিয়েনাতে অবতরণ করে। সেখানে বিমানটির যন্ত্রাংশ পরীক্ষা নিরীক্ষার সময় কিছু ত্রুটি ধরা পড়ে। তারপরই বিমানটি ফাঁকা করে দিয়ে তা বাতিল ঘোষণা করা হয়। বিনা ভিসায় যে সমস্ত যাত্রীদের অস্ট্রিয়ায় প্রবেশের অনুমতি আছে অথবা যাদের ‘শেনজেন ভিসা’ রয়েছে তাঁদের হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। অন্যদিকে, যাদের বিনা ভিসায় সেদেশে প্রবেশের অনুমতি নেই, তাঁদের জন্য অস্ট্রিয়ার অভিবাসন এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় স্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.