Advertisement
Advertisement
US Couple

মাঝ আকাশে শিশুদের সামনেই উদ্দাম যৌনতায় বিভোর দম্পতি! তারপর…

ওই শিশুদের মা দেখেন, পুরুষযাত্রীর প্যান্ট খোলা। পাশে বসে থাকা মহিলার বারবার মাথা ওঠানামা করছে।

US couple arrested for allegedly making love in mid flight
Published by: Sayani Sen
  • Posted:July 24, 2025 5:50 pm
  • Updated:July 24, 2025 6:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডাগামী বিমান। যাত্রীরা প্রত্যেকে বসে আসনে। যাত্রী তালিকায় আট থেকে আশি সকলেই রয়েছেন। তারই মাঝে বসে এক দম্পতি। তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দুই খুদে। সন্তানরা কেন এভাবে দম্পতিকে দেখছে, তা প্রথমে বুঝতে পারেননি মহিলা। দম্পতির দিকে নজর পড়তেই কেলেঙ্কারি। ওই দৃশ্য দেখে যে কী প্রতিক্রিয়া দেবেন, তা যেন বুঝতেই পারেননি মহিলা।

Advertisement

তিনি দেখেন, পুরুষযাত্রীর পরনের প্যান্ট কমপক্ষে হাঁটু পর্যন্ত নামানো। পাশে বসে থাকা মহিলার মাথা পুরুষ যাত্রীর পেটের কাছে। বারবার মাথা ওঠানামা করছে। সঙ্গে মৃদু শিৎকার। সবমিলিয়ে বিমানে যে পরিবেশ তৈরি হয়েছে, তা দেখে লজ্জায় কুঁকড়ে যান দুই সন্তানের মা। সন্তানদের কার্যত ধমক দিয়ে সেদিকে তাকাতে বারণ করেন।

তড়িঘড়ি বিমানসেবিকাকে ডাকেন। গোটা ঘটনাটি জানান। ওই যুগল যেন কিছুই টের পাচ্ছেন না। তাঁরা তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন। বিমানসেবিকার মাধ্যমে উড়ান সংস্থাকে অভিযোগ জানানো হয়। অভিযোগ পাওয়ার পর আর একটুও সময় নষ্ট করেনি ওই বিমান সংস্থা। পরিবর্তে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। জানা গিয়েছে, মাঝ আকাশে যৌনতায় লিপ্ত হওয়া ওই যুগল আসলে সম্পর্কে স্বামী-স্ত্রী। শেষমেশ শ্রীঘরে ঠাঁই হয়েছে তাঁদের। কেন মাঝ আকাশে এমন কাজ করে বসলেন দু’জনে, তা এখনও স্পষ্ট নয়। সে কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ