Advertisement
Advertisement
Donald Trump

২৪ ঘণ্টার মধ্যেই ট্রাম্পের স্বস্তি, শুল্কনীতি আপাতত বহাল রাখল মার্কিন আদালত

বাণিজ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আদালতে আবেদন করে মার্কিন প্রশাসন।

US court reinstates Donald Trump tariffs

শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্পের। ছবি: রয়টার্স

Published by: Anwesha Adhikary
  • Posted:May 30, 2025 9:47 am
  • Updated:May 30, 2025 10:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যেই মার্কিন আদালতে স্বস্তি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। পারস্পরিক শুল্কনীতি চাপানোর সিদ্ধান্ত অনৈতিক বলে জানিয়েছিল আমেরিকার বাণিজ্য আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আদালতে আবেদন করে ট্রাম্প প্রশাসন। আপাতত সেই আবেদনের ভিত্তিতে স্বস্তিতে ট্রাম্প। বাণিজ্য আদালতের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে আপিল আদালত।

Advertisement

বুধবার আমেরিকার এক আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত সাফ জানিয়ে দেয়, ট্রাম্প তাঁর ক্ষমতা-বহির্ভূত কাজ করেছেন। তিনি আইনসভার সদস্যদের সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন দেশের উপর অতিরিক্ত কর চাপিয়েছেন। কিন্তু আদালতের এই আদেশের কাছে মাথা নত করতে রাজি নয় ট্রাম্প প্রশাসন। তাদের পালটা যুক্তি, চিনের আগ্রাসন দমন আর ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে ‘শুল্কবাণ’ প্রয়োগ করেছিলেন প্রেসিডেন্ট। ফলে কোর্টের এই নির্দেশে সবটাই ঘেঁটে যাবে।

বাণিজ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আদালতে আবেদন করে মার্কিন প্রশাসন। সেখানে তাদের তরফে বলা হয়, শুল্কনীতি প্রত্যাহার করে নিলে আমেরিকার জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে। এই সওয়ালের ভিত্তিতে জরুরি প্রস্তাব জারি করে আপিল আদালত। সেখানে বলা হয়, বাণিজ্য আদালতের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হল। তবে আপিল আদালতের তরফে আলাদা করে কোনও নির্দেশ এখনও দেওয়া হয়নি। শুল্কনীতি নিয়ে আগামী ৯ জুনের মধ্যে আদালতে জবাব দিতে হবে ট্রাম্প প্রশাসনকে।

উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেই মতোই গত ২ এপ্রিল নয়া শুল্কনীতি প্রয়োগ করেন তিনি। এমনকী এই দিনটিকে আমেরিকার ‘লিবারেশন ডে’ হিসাবে ঘোষণা করা হয়। যার প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। ওয়াশিংটনের উপর অতিরিক্ত কর চাপিয়ে ‘বদলা’ নিয়েছে চিন। এই ‘বাণিজ্য যুদ্ধে’র মাঝে ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল আমদানিকৃত পণ্যের উপর নির্ভরশীল আমেরিকার বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাদের আবেদনে শুল্কনীতি রদ হলেও ২৪ ঘণ্টার মধ্যেই তা সাময়িকভাবে বাতিল হল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement