Advertisement
Advertisement
US

‘আমাদের বাঁচান’, সাহায্য চেয়ে পানামার হোটেল থেকে আর্তি ট্রাম্পের নীতিতে বন্দি ভারতীয়দের!

আমেরিকা থেকে 'অনুপ্রবেশকারী'দের দেশে ফেরত পাঠাতে বড় ভূমিকা নিচ্ছে পানামা।

US deportees among Indians seeking help from Panama hotel

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 19, 2025 11:57 pm
  • Updated:February 19, 2025 11:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ সম্বলটুকু হারিয়ে, প্রাণ হাতে করে কঠিন যাত্রার পরে এসে পৌঁছেছিলেন ‘স্বপ্নের দেশ’ আমেরিকায়। কিন্তু হাতে হাতকড়া পরিয়ে, পায়ে শিকল বেঁধে তাঁদের আবার ফেরত পাঠানো হচ্ছে নিজের দেশে। এমন দুঃসহ পরিস্থিতি থেকে উদ্ধার পেতে করুণ আর্তি জানাচ্ছেন অন্তত ৩০০ জন ‘অনুপ্রবেশকারী’। আপাতত পানামার হোটেলে বন্দি রাখা হয়েছে তাঁদের। সেখান থেকেই তুলে দেওয়া হবে দেশে ফেরার বিমানে।

Advertisement

এই ৩০০ জন বন্দির মধ্যে রয়েছেন ভারত, ইরান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, চিনের মতো নানা দেশের নাগরিক। পানামার হোটেলে তাঁদের আটকে রাখা হয়েছে। সেখানে প্রয়োজনমতো খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তাঁদের জন্য়। কিন্তু ৪০ শতাংশেরও বেশি অনুপ্রবেশকারীরা আর দেশে ফিরতে চান না। কারণ নিজের দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। তাই হোটেলে বন্দি থাকা অবস্থাতেই পানামার আমজনতার কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন। হোটেলের জানলার সামনে দাঁড়িয়ে কাগজে লিখে বলছেন, ‘আমাদের বাঁচান।’

আমেরিকা থেকে ‘অনুপ্রবেশকারী’দের দেশে ফেরত পাঠাতে বড় ভূমিকা নিচ্ছে পানামা। কারণ আমেরিকা থেকে ‘অনুপ্রবেশকারী’দের সরাসরি কয়েকটি দেশে ফেরানো যাচ্ছে না। তাই পানামা, কোস্টারিকার মতো প্রতিবেশীদের সাহায্য নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ‘অনুপ্রবেশকারী’দের ফেরানোর যাবতীয় খরচ আমেরিকার। মূলত যেসমস্ত ‘অনুপ্রবেশকারী’রা নিজেদের দেশে ফিরতে নারাজ, তাঁদেরই ফেরত পাঠানো হচ্ছে এই তৃতীয় দেশগুলির মাধ্যমে।

প্রসঙ্গত, যেভাবে আমেরিকা থেকে শিকলবন্দি করে ভারতীয় অভিবাসীদের ফেরানো হচ্ছে, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া বিরোধীদের। মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগও উঠেছে। এমাসের শুরুতে আমেরিকায় থাকা ৩৩২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠায় আমেরিকা। সমস্ত অভিবাসীই অভিযোগ করেন, দীর্ঘ সফরে তাঁদের হাত-পা এভাবেই বাঁধা ছিল। সেভাবে শৌচাগারেও যেতে দেওয়া হয়নি। জোটেনি খাবারদাবারও। আগামী দিনে আরও কত ভারতীয় এভাবে দেশে ফিরবেন, উত্তর অজানা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ