সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে ভিসা পেয়ে যাওয়ার মানে আমেরিকায় নিশ্চিন্তে থাকার ছাড়পত্র নয়। শনিবার এই মর্মে ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করা হল মার্কিন দূতাবাসের তরফে। যেখানে জানানো হয়েছে, ভিসা মঞ্জুর হওয়ার পরও কড়া নজরদারি চালানো হবে ভারতীয়দের উপর। সন্দেহজনক কিছু দেখলে তৎক্ষণাৎ বাতিল করা হবে সেই ভিসা। সেক্ষেত্রে দেশছাড়া করা হতে পারে সেই ব্যক্তিকে।
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘আমেরিকার তরফে কোনও ব্যক্তির ভিসা অনুমোদন করা হলেও, তার উপর নজরদারি চালিয়ে যাওয়া হবে। লাগাতার নজরদারি চালিয়ে আমরা নিশ্চিত করব যে সংশ্লিষ্ট ব্যক্তি আমেরিকার আইন ও ইমিগ্রেশন আইন যথাযথভাবে পালন করছেন কিনা, যদি দেখা যায় কোনওরকম নিয়মভঙ্গ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি তাহলে মার্কিন প্রশাসনের তরফে তাঁর ভিসা বাতিল করা হবে। সেক্ষেত্রে ওই ব্যক্তি ফেরত পাঠানো হতে পারে।’
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা এবং অভিবাসন সম্পর্কিত একাধিক বিবৃতি জারি করেছে। গত জুন মাসে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, যারা অবৈধভাবে আমেরিকা থাকছেন বা ভিসা জালিয়াতি করছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আরও জানানো হয় ডিএস-১৬০ ভিসার আবেদনকারীরা তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট পাবলিক করে রাখবেন। যাতে ওই ব্যক্তির সমস্ত পোস্ট মার্কিন প্রশাসন খতিয়ে দেখতে পারেন। আমেরিকা বিরোধী পোস্ট হলেই বাতিল করা হবে ভিসা। ভবিষ্যতেও ওই ব্যক্তিকে ভিসা দেওয়া হবে না। এরইমাঝে নয়া বিজ্ঞপ্তি জারি হল মার্কিন দূতাবাসের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.