Advertisement
Advertisement
Dallas

ডালাসে মার্কিন অভিবাসন দপ্তরে বন্দুকবাজের হামলা, আতঙ্কে হুড়োহুড়ি কর্মীদের, মৃত ১

ফের রক্তাক্ত আমেরিকা।

US: Gunman opens fire at Dallas ICE office, 1 killed
Published by: Subhodeep Mullick
  • Posted:September 24, 2025 7:46 pm
  • Updated:September 24, 2025 8:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা। ডালাসে মার্কিন অভিবাসন দপ্তরে চলল গুলি। সূত্রের খবর, ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহতের সংখ্যা দুই। তবে হামলা চালানোর পর আততায়ী নিজেকেও শেষ করে দিয়েছে বলে খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ উত্তর-পশ্চিম ডালাসের ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট অফিসে হামলা চালায় এক বন্দুকবাজ। এরপরই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে একজনের। পাশাপাশি, ঘটনায় আহতও হযেছেন দু’জন।

সরকারি অফিসে নিরাপত্তার চাদর ভেদ করে কীভাবে ওই বন্দুকবাজ হামলা চালাল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। জানা গিয়েছে, হামলা চালানোর পর অভিযুক্ত নিজেকেও গুলি করে শেষ করে দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে ওই যুবক হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। তার পরিচয়ও এখনও জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ