সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্তিনীয়দের স্বার্থ নিয়ে ভাবিত নয় আমেরিকা। তাদের স্বাধীনতার দাবিকে উপেক্ষা করছে ওয়াশিংটন। এভাবেই ইজরায়েল-হামাস সংঘর্ষের আবহে মার্কিন মুলুককে কাঠগড়ায় তুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে আমেরিকা। ইজরায়েলের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন। বুধবারই প্রতিনিধি দলের সঙ্গে রওনা দেবেন তিনি। দপ্তরের তরফে জানানো হয়, ইজরায়েলের পাশে থাকার বার্তা দিতেই সেদেশে যাবেন ব্লিঙ্কেন।
এই পরিস্থিতিতে আমেরিকাকে খোঁচা রাশিয়ার। পুতিনের দাবি, ওয়াশিংটন শান্তি আনতে একতরফা প্রয়াস করেছে। সেই সঙ্গে তাঁর অভিযোগ, প্যালেস্তিনীয়দের স্বার্থ নিয়ে মাথা ঘামাচ্ছে না আমেরিকা। তাদের স্বাধীনতার দাবিকেও উপেক্ষা করছে বাইডেন প্রশাসন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানাচ্ছেন ক্রেমলিন দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে। সংঘর্ষ রুখতে তারা সদর্থক ভূমিকা পালন করতে চায়। কিন্তু এখনও তার উপায় খুঁজে পায়নি। পেস্কভের হুঁশিয়ারি, এখনই সতর্ক না হলে অন্য়ান্য অঞ্চলেও অশান্তির আগুন ছড়িয়ে পড়তে পারে।
ইজরায়েলের এই পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। সেদেশের বেশ কয়েকজন নাগরিকের মৃত্যু হয়েছে এই সংঘর্ষে। জঙ্গিদের হাতে পণবন্দিও রয়েছেন মার্কিন নাগরিকরা। এবার আমেরিকাকেই কাঠগড়ায় তুলল রাশিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.