Advertisement
Advertisement
Jet Crashes

ফের বিমান দুর্ঘটনা, এবার ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়ল মার্কিন যুদ্ধবিমান, দাউদাউ জ্বলছে এফ-৩৫

গুরুতর আহত বিমান চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

US Military Jet Crashes Near Naval Air Station In California
Published by: Kishore Ghosh
  • Posted:July 31, 2025 10:10 am
  • Updated:July 31, 2025 10:42 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমান দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়ায় নাভাল বিমানঘাঁটির কাছে আছড়ে পড়ল মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫! দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কোনও মতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। গুরুতর আহত বিমান চালককে কপ্টারে উড়িয়ে নিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মার্কিন সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি আমেরিকার নৌবাহিনীর। স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ সেটি লিমোর নাভাল বিমানঘাঁটির কাছে আছড়ে পড়ে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার পরের ছবি। যেখানে দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। যদিও পাইলট বিস্ফোরণের আগের মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁকে এয়ারলিফ্ট করে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সপ্তাহ খানেক আগে ইটালির রাজপথে আছড়ে পড়েছিল একটি যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় দুই বিমানযাত্রীর মৃত্যু হয়েছিল। তার আগে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যুদ্ধবিমান এফ-৭ ভেঙে পড়ে একটি স্কুলের উপরে। ওই দুই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৩১ জনের। অধিকাংশই পড়ুয়া। তার আগে আহমেদাবাদের ভয়ংকর বিমান দুর্ঘটনায় যাত্রী, বিমানকর্মী-সহ ২৮১ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে আকাশ আতঙ্কে অব্যাহত গোটা পৃথিবীজুড়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ