ট্রাম্পের প্রকাশিত ভিডিও ফুটেজ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার ট্রলারে মারণ আঘাত মার্কিন সেনার। ক্যারিবিয়ান সাগরে মার্কিন সেনার এই হামলায় মৃত্যু হয়েছে ১১ জনের। আমেরিকার তরফে দাবি করা হয়েছে, আমেরিকায় মাদক পাচারের উদ্দেশে যাচ্ছিল এই জলযানটি। মাঝসমুদ্রের ধ্বংস করা হয় সেটি। ভিডিও-সহ এই অভিযানের কথা প্রকাশ্যে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের তরফে ট্রুথ সোশাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের উপর ছুটছে একটি ছোট ট্রলার। তাতে সওয়ার ১১ জনের একটি দল। এর কিছুক্ষণ পরেই বিরাট বিস্ফোরণ ঘটে ট্রলারে। যার জেরে তাতে থাকা সকলের মৃত্যু হয়েছে বলে দাবি। ট্রাম্প জানিয়েছেন, আমার নির্দেশে মঙ্গলবার সকালে এই হামলা চলে। মৃতরা সকলে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’র (TDA) সদস্য। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘এই হামলায় ১১ জন জঙ্গির মৃত্যু হয়েছে। মার্কিন সেনার কোনও ক্ষতি হয়নি। যে বা যারা আমেরিকায় মাদক ঢোকানোর চেষ্টা করবে তারা সাবধান।’
উল্লেখ্য, বর্তমানে ভেনেজুয়েলার সঙ্গে সামরিক উত্তেজনা চলছে আমেরিকার। ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছেন আমেরিকা। বর্তমানে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন সেখানে মোতায়েন রয়েছে, যেখানে রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ সেনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন তাঁর সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে আমেরিকা। ১ সেপ্টেম্বর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে আমেরিকা।” পালটা মাদুরোকে গ্রেপ্তারের জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প সরকার। এহেন ডামাডোলের মাঝেই মাদক কারবারের অভিযোগ তুলে ভেনেজুয়েলার নৌকায় হামলা চালাল মার্কিন সেনা।
পাশাপাশি ট্রুথে ট্রাম্প লিখেছেন, টিডিএ একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। যারা নিকোলাস মাদুরোর নির্দেশে কাজ করে। আমেরিকা-সহ গোটা পশ্চিম গোলার্ধে গণহত্যা, মাদক পাচার ও নারী পাচার চালায়। ইউরোপে সন্ত্রাসবাদের জন্য এরা বহুলাংশে দায়ী। উল্লেখ্য, ক্যারিবিয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে সামরিক শক্তিবৃদ্ধি মাঝে এটাই সবচেয়ে বড় হামলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.