Advertisement
Advertisement
US passport

বিশ্ব তালিকায় প্রথম দশেও ঠাঁই নেই ‘দুর্বল’ মার্কিন পাসপোর্টের, ভারতের স্থান কোথায়?

কোন কোন দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ভারতীয়রা?

US passport loses power for first time in 20 years, where is India
Published by: Amit Kumar Das
  • Posted:October 15, 2025 11:04 am
  • Updated:October 15, 2025 11:14 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চিরদিন কাহারো সমান নাহি যায়।’ ট্রাম্প শাসনে শক্তি খুইয়ে আরও নিচে নামল মার্কিন পাসপোর্ট। হেনলি পাসপোর্ট সূচকের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের শক্তিশালি পাসপোর্ট সূচকে প্রথম ১০-এর মধ্যেই নেই আমেরিকা। মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে ১২ নম্বরে অবস্থান করছে ট্রাম্পের আমেরিকা। অন্যদিকে, তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। এই তালিকায় ভারতের অবস্থান ৭৭ নম্বরে।

Advertisement

লন্ডনের হেনলি পাসপোর্ট ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ২২৭টি দেশের মধ্যে ভিসা ছাড়া মার্কিন নাগরিকরা ভ্রমণ করতে পারেন ১৮০টি দেশে। অন্যদিকে, তালিকার শীর্ষে থাকা সিঙ্গাপুরের বাসিন্দারা ভ্রমণ করতে পারেন ১৯৩টি দেশে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া ও জাপানের বাসিন্দারা যথাক্রমে ভ্রমণ করতে পারেন ১৯০ ও ১৮৯টি দেশে। সেদিক থেকে ২০২৫ সালে ভারতীয় পাসপোর্টের শক্তি অনেকটাই বেড়েছে। ২০২১ সালে এই তালিকায় ভারতীয় পাসপোর্টের স্থান ছিল ৯০তে। ২০০৬ সালে ৭১ নম্বর, ২০২৪ সালে ৮৫ নম্বরে থাকার পর বর্তমানে তালিকায় ৭৭ নম্বরে উঠে এসেছে ভারতীয় পাসপোর্ট। রিপোর্ট বলছে, ভিসা ছাড়া ভারতীয় নাগরিকরা ৬০টি দেশে ভ্রমণ করতে পারেন।

উল্লেখ্য, ২০১৪ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল মার্কিন পাসপোর্ট। এরপর ধাপে ধাপে নিচে নামে আমেরিকা। তবে এতদিন প্রথম ১০-এর মধ্যে ছিল পাসপোর্টটি। ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়। বিশেষজ্ঞদের মতে, মার্কিন পাসপোর্টের এই অবনতির নেপথ্যে রয়েছে একাধিক দেশে প্রবেশাধিকার নীতির পরিবর্তন। পারস্পরিক সুবিধা না থাকায় গত এপ্রিলে ব্রাজিলে ভিসামুক্ত প্রবেশাধিকার হারায় আমেরিকা, একইভাবে ভিসামুক্ত প্রবেশের তালিকা থেকে আমেরিকাকে সরিয়ে দেয় চিন, পাপুয়া নিউগিনি ও মায়ানমারের মতোই একাধিক দেশ। যার জেরে নম্বর কমতে থাকে আমেরিকার। সর্বশেষ সোমালিয়ার নতুন ই-ভিসা পদ্ধতি এবং ভিয়েতনামের ভিসামুক্ত তালিকা থেকে আমেরিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রথম দশ থেকে সরিয়ে দেয় আমেরিকাকে।

অন্যদিকে, ভিসা ছাড়া এতদিন ভারতীয়রা ভ্রমণ করতে পারতেন অ্যাঙ্গোলা (আফ্রিকা), বার্বাদোস (উত্তর আমেরিকা), ভুটান (এশিয়া), ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (উত্তর আমেরিকা), বুরুন্ডি (আফ্রিকা), কম্বোডিয়া (এশিয়া), কেপ ভার্দে দ্বীপপুঞ্জ (আফ্রিকা) এবং কোমোরো দ্বীপপুঞ্জ (আফ্রিকা)-সহ আরও বহু দেশ। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ফিলিপিন্স ও শ্রীলঙ্কা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ