ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বে শান্তি ফেরাতে শুল্ক অস্ত্রেই সিলমোহর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রীতিমতো গর্বের সঙ্গে ট্রাম্প জানালেন শুল্ক অস্ত্র প্রয়োগ না করলে এখনও যুদ্ধে মেতে থাকত বহু দেশ। এ প্রসঙ্গে অতীতের ভাঙা রেকর্ড ফের চালিয়ে ট্রাম্প বলেন, ভারত-পাক যুদ্ধ এই শুল্ক অস্ত্রের জেরেই বন্ধ হয়েছে।
সোমবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যদি আমার কাছে শুল্ক আরোপের ক্ষমতা না থাকত, তাহলে ৭টি যুদ্ধের মধ্যে ৪টি যুদ্ধ এখনও চলমান থাকত।” এরপরই ভারত-পাক যুদ্ধের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তানের সংঘাতের বিষয়টি দেখুন। তারা ধীরে ধীরে ভয়ংকর যুদ্ধের দিকে এগোচ্ছিল। ৭টি বিমানকে গুলি করে নামানো হয়। শুল্ক চাপানোর হুমকির জেরেই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়।” ট্রাম্প জানান, “আমি তাদের ঠিক কী বলেছি তা এখানে বলতে চাই না। তবে আমি যা বলেছিলাম তা ভীষণই কার্যকর ছিল।” এরপরই ট্রাম্পের দাবি, “এই শুল্ক আরোপ আমেরিকাকে শুধু আর্থিক সুবিধা দেয়নি বরং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করেছে। আমরা বিলিয়ন ডলার আয় করার পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠাকারী হয়ে উঠেছি।”
| On whether he would shift his position on tariffs, US President Donald J Trump says, “… If I didn’t have the power of tariffs, you would have at least four of the seven wars raging… If you look at India and Pakistan, they were ready to go at it. Seven planes were…
— ANI (@ANI)
ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি অবশ্য প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। ভারত সরকারের তরফেও একাধিকবার বিবৃতি জারি করে ট্রাম্পের দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। তবে নোবেললোভী ট্রাম্প অবশ্য মিথ্যা কৃতিত্ব নিতে একেবারে নাছোড়। এবার লাগামছাড়া শুল্ক জেরে বিশ্বব্যাপী বিতর্কের সাফাই দেওয়ার পাশাপাশি ফের একবার ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.