Advertisement
Advertisement
Donald Trump

‘ওরা মরতে চায়’, যুদ্ধবিরতির শর্তে নারাজ হামাসকে মুছে ফেলার ডাক ট্রাম্পের

গত ছ’মাস ধরে নাগাড়ে চেষ্টা চালিয়েও গাজা স্ট্রিপে সংঘর্ষবিরতি করাতে পারেননি ট্রাম্প।

US president Donald Trump says Hamas wants to die
Published by: Amit Kumar Das
  • Posted:July 27, 2025 1:57 pm
  • Updated:July 27, 2025 1:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দ্রুত সম্ভব গাজার অস্থিরাবস্থা মিটিয়ে ফেলার ‘নির্দেশ’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ছ’মাস ধরে নাগাড়ে চেষ্টা চালিয়েও গাজা স্ট্রিপে সংঘর্ষবিরতি করাতে পারেননি তিনি। প্যালেস্টাইন-পন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজা ভূখণ্ডে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তেল আভিভের সেই প্রচেষ্টাতেই সম্মতির সিলমোহর দিলেন। গাজায় শান্তি ফেরাতে অবিলম্বে যুদ্ধবিরতির আর্জি জানিয়েছেন।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, হামাস বরাবরই শান্তিবৈঠকে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে দ্রুত ‘গাজা পরিষ্কার করার’ বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, “হামাস আসলে কোনও চুক্তি করতে চায় না। আমার মনে হয়, তারা মরতেই চাইছে।” দু’সপ্তাহ আগেও ট্রাম্প ঘোষণা করেছিলেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল। কিন্তু বাস্তবে তার কোনও প্রভাব দেখা যায়নি। আমেরিকার তরফে ইতিমধ্যেই হামাসকে সেই প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে ট্রাম্প বলেছিলেন, “হামাস যদি এই শর্তে রাজি না হয়, তা হলে ফল ভালো হবে না।”

যদিও সেই শর্ত মানতে রাজি হয়নি হামাস। সূত্রের খবর, হামাসের দাবি ছিল তেল আভিভের স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ছাড়া একতরফাভাবে সমস্ত ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিতে রাজি নয় তারা। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ওয়াশিংটন যুদ্ধবিরতিতে মধ্যস্থতার উদ্যোগ থেকে সরে এসেছে। তিনি বলেন, “আমরা পণবন্দিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য বিকল্প ব্যবস্থা বিবেচনা করব।” আর তার পরেই এই বিবৃতি এল ট্রাম্পের তরফে। যদিও হামাসের অভিযোগ, ইজরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মদত দিচ্ছে আমেরিকাই। অতীতে ট্রাম্পকে ‘গাজা দখল’ করার হুঁশিয়ারি দিতেও শোনা গিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ