ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। এছাড়া ফ্রান্স, বেলজিয়াম-সহ একাধিক দেশ জানিয়ে দিয়েছে তারা প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে। পশ্চিমি বিশ্বের এই অবস্থান মানতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা তাঁর। হোয়াইট হাউস জানিয়েছে, প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য তিনি ভর্ৎসনা করবেন ওই দেশগুলিকে।
মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লিভিট সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্প বিশ্বজুড়ে মার্কিন শক্তির ‘পুনর্নবীকরণ’-কে তুলে ধরবেন। পাশাপাশি রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি বিশ্বব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে ক্ষইয়ে দিচ্ছে বলেও তিনি তোপ দাগতে চলেছেন তাঁর ভাষণে।
সেই সঙ্গেই লিভিটের দাবি, ”বিশ্বায়নবাদী প্রতিষ্ঠানগুলি কীভাবে বিশ্বব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে ক্ষয়িষ্ণু করে তুলেছে তাও তুলে ধরবেন প্রেসিডেন্ট। এবং তিনি বিশ্বের জন্য তাঁর গঠনমূলক দৃষ্টিভঙ্গিও প্রকাশ করবেন।” শোনা যাচ্ছে, এদিনের ভাষণে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির উপরে বেশি জোর দিতে দেখা যাবে ট্রাম্পকে। উল্লেখ্য, ক্ষমতায় প্রত্যাবর্তনের পর এই প্রথম ট্রাম্প ভাষণ দেবেন রাষ্ট্রসংঘে।
বন্ধু দেশগুলি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর তোপ দেগেছেন ইজরায়য়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। ইজরায়েল রাষ্ট্রসংঘে এই পক্ষেপের বিরুদ্ধে অবশ্যই প্রতিক্রিয়া দেবে। মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।” এরসঙ্গেই তিনি যোগ করেন, “যারা প্যালেস্টাইনকে মান্যতা দিচ্ছে তারা আসলে সন্ত্রাসবাদীদের পুরস্কার দিচ্ছে। তবে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি প্যালেস্টাইন কখনই রাষ্ট্র হতে পারবে না।”
পরিসংখ্যানে বলা হচ্ছে, এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের। এছাড়াও লক্ষ লক্ষ মানুষে গৃহহীন, দুর্ভিক্ষে মারা যাচ্ছেন অনেকে। এই অবস্থার মধ্যেও বিশ্বের একাধিক দেশ প্যালেস্টাইকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রসংঘের ১৯৩টি দেশের মধ্যে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে ভারত-সহ ১৪৫টি দেশ। সেই তালিকায় এবার যুক্ত হল ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.