Advertisement
Advertisement
Sergey Lavrov

‘মার্কিন শুল্ক-হুমকি কাজ করবে না ভারত-চিনে’, ট্রাম্পকে আক্রমণ লাভরভের

ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন।

'US tariff threats won't work on India-China', Sergey Lavrov slams Donald Trump
Published by: Subhodeep Mullick
  • Posted:September 20, 2025 2:45 pm
  • Updated:September 20, 2025 9:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি স্পষ্ট জানালেন, ভারত ও চিনের মতো প্রাচীন সভ্যতাকে ‘হুমকি ও আলটিমেটাম’ দিয়ে চাপে ফেলা যাবে না। রাশিয়ার প্রধান চ্যানেল ওয়ান-এর দ্য গ্রেট গেম অনুষ্ঠানে লাভরভ বলেন, “আমেরিকা রুশ জ্বালানি কেনা বন্ধ করতে বলছে। এর ফলে ক্ষতির মুখে পড়তে পারে দেশগুলি।”

Advertisement

তিনি সতর্ক করে আরও বলেন, “চিন ও ভারত প্রাচীন সভ্যতা। তাদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের নৈতিক ও রাজনৈতিক আপত্তি আছে।” সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতের রাশিয়ান তেল আমদানি নিয়ে কড়া সমালোচনা করেছে। জুলাইয়ে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপায় হোয়াইট হাউস। এর পর রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ আরও ২৫ শতাংশ বাড়িয়ে মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর করা হয়। দুই দেশের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার মাঝেই এই সিদ্ধান্ত আসে। ফলে স্বাভাবিকভাবেই দ্বিপাক্ষিক সম্পর্কে চাপ তৈরি হয়েছে।

এদিকে মার্কিন শুল্কবাণের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলি। জানা যাচ্ছে, শুল্ককোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে। বিরাট ক্ষতির আশঙ্কা করছে মূল্যবান পাথর, গয়না, চিংড়ি, কার্পেট ও অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলিও। ‘ট্রেড থিঙ্ক-ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ’-এর অনুমান, ২০২৫-২৬ সালে আমেরিকায় ভারতের পণ্য রফতানি প্রায় ৪৩ শতাংশ কমে ৮৭ বিলিয়ন ডলার থেকে ৪৯.৬ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ