সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনের আগেভাগে বড়সড় টেলিকম নেটওয়ার্ক যড়যন্ত্র রুখে দিল মার্কিন গোয়েন্দা সংস্থা। ওই টেলিকম নেটওয়ার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ রাষ্ট্রপ্রধানদের জন্য বিপদের হতে পারত বলেই দাবি গোয়েন্দাদের। এমনকী সাধারণ টেলি-পরিষেবাকে বিকল করে দিতে পারত যড়যন্ত্রকারীরা। যদিও উপযুক্ত সময়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম রাষ্ট্রসংঘের সম্মেলনে বক্তব্য রাখবেন ট্রাম্প, যখন গাজা সিটিতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। বলা বাহুল্য, বারবার ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতনিয়াহুর পাশে দাঁড়িয়েছেন ধনকুবের প্রেসিডেন্ট। ফলে তাঁর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। এরমধ্যেই টেলিকম নেটওয়ার্ক যড়যন্ত্র। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে ১ লক্ষ সিম কার্ড এবং ৩০০টি সিম সার্ভার।
রাষ্ট্রসংঘের সভা হচ্ছে যেখানে তার ৩৫ মাইল (৫৬ কিলোমিটার) ব্যাসার্ধের মধ্যে এই ডিভাইসগুলি সক্রিয় করে মার্কিন কর্মকর্তাদের টেলিফোন হুমকি দেওয়া হচ্ছিল। গোয়েন্দা কর্তাদের বক্তব্য, বাজেয়াপ্ত করা ইলেক্ট্রনিক ডিভাইসগুলি ব্যবহার করে টেলিযোগাযোগ ব্যবস্থায় আক্রমণ করা যেতে পারত। যদিও তার আগেই ষড়যন্ত্র রুখে দেওয়া গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প-সহ অন্য রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা অটুট রাখা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.