সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা প্রশাসন ভারতের জন্য লেভেল ২ ট্রাভেল অ্যাডভাইসারি জারি করেছে। অর্থাৎ ভারতে থাকা আমেরিকার নাগরিকদের বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। অপরাধ ও সন্ত্রাসবাদের কারণ দেখিয়ে ভারতের বেশকিছু জায়গাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে গত ১৬ জুন ওই অ্যাডভাইসারি জারি করা হয়।
ওই অ্যাডভাইসারিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সময়ে ভারতে ঘটা অপরাধ গুলির মধ্যে ধর্ষণ অন্যতম মাথা ব্যাথার কারণ। টুরিস্ট স্পটগুলিতে এই ধরণের ঘটনা ঘটার সম্ভবনা বেশি দেখা যাচ্ছে। এছাড়াও ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় টুরিস্ট স্পট গুলিতে সন্ত্রাসবাদী হামলা হতে দেখা গিয়েছে। সেই কারণে ওই এলাকাগুলিতে ঘুরতে গেল বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এদিকে ভারতে স্যাটেলাইট ফোন বা জিপিএস ডিভাইস ব্যবহার করা আইনত অপরাধ। তাই অনুমতি ছাড়া গ্রামীণ এলাকাগুলিতে যেতে মানা করা হয়েছে আমেরিকার নাগরিকদের। বিশেষ করে মহিলাদের একা ভ্রমণ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বে মহারাষ্ট্র, উত্তরে তেলেঙ্গানা এবং পূর্বে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যেতে মানা করা হয়েছে। তবে এই রাজ্যগুলির রাজধানী এলাকার যেতে কোনও মানা করা হয়নি।
এদিকে ভারত-নেপাল সীমান্ত অতিক্রম করা যাবে না বলে অ্যাডভাইসারিতে উল্লেখ করা হয়েছে। এদিকে যে সমস্ত আমেরিকার নাগরিক ভারতে কর্মরত রয়েছেন, তাঁদের বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মেঘালয়, ওড়িশা এই ছয়টি রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে ওই অ্যাডভাইসারিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.