Advertisement
Advertisement
Israel

ইজরায়েলি হামলার কথা আগেই জানতেন ট্রাম্প, পালটা ইরানকেই হুঁশিয়ারি আমেরিকার

ইজরায়েলি হামলায় নিজেদের ভূমিকা অস্বীকার করেছে আমেরিকা।

USA reacts on Israel strike on Iran

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:June 13, 2025 2:22 pm
  • Updated:June 13, 2025 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে হামলা চালাবে ইজরায়েল, সেটা আগে থেকেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! শুক্রবার সকালে ইজরায়েলি হামলার পর একথাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও স্পষ্ট জানিয়েছেন, ইরানে ইজরায়েলি হামলার নেপথ্যে আমেরিকার কোনও ভূমিকা নেই। যদিও হামলার আগের দিন পর্যন্ত একাধিক মার্কিন সামরিক এবং কূটনৈতিক ব্যক্তিত্বকে সরিয়েছে আমেরিকা।

পরমাণু বোমা প্রায় হাতে পেয়ে যাচ্ছে ইরান, এই আশঙ্কায় শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৬ জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরান। বহু সেনাকর্মী এবং আধিকারিকেরও মৃত্যু হয়েছে ইজরায়েলি হামলায়।

হামলার খবর প্রকাশ্যে আসার পরেই ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইজরায়েল হামলা করতে পারে সেটা তিনি আগেই জানতেন। ট্রাম্পের কথায়, “ইরানের হাতে পরমাণু বোমা থাকা উচিত নয়। আশা করি ইরান ফের আলোচনার টেবিলে ফিরবে। কিন্তু সেই আলোচনায় বসার কয়েকজন নেতা আর ফিরবে না।” সূত্রের খবর, হামলার বিষয়টি আগে থেকে জানানোর জন্য মধ্যপ্রাচ্যের এক বিশ্বস্ত ‘বন্ধু’র সঙ্গেও যোগাযোগ করেছিল ওয়াশিংটন। ইজরায়েলের তরফেও আমেরিকাকে হামলার বিষয় জানানো হয়েছিল।

ইজরায়েলি হামলার পরেই রুবিও জানিয়ে দেন, তেল আভিভ একপাক্ষিকভাবে হামলা চালিয়েছে। আত্মরক্ষার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। এখানে আমেরিকার কোনও ভূমিকা নেই। তবে ইরানকে হুঁশিয়ারি দিয়ে রুবিও বলেন, তেহরান যেন কোনওভাবেই মার্কিন নাগরিক বা মার্কিন ঘাঁটির উপর প্রত্যাঘাতের কথা না ভাবে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ইরাক-সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে মার্কিন কর্মীদের সরানো হচ্ছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement