সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতাকামী বালোচ লিবারেশন আর্মিকে ঘিরে দ্বিচারিতা আমেরিকার! মাসখানেক আগেই পাকিস্তানের মন রেখে বালোচ আর্মিকে জঙ্গি তকমা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু বৃহস্পতিবার সেই একই দাবি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে খারিজ করে দিল আমেরিকা। উল্লেখ্য, বালোচ আর্মিকে জঙ্গি তকমা দেওয়ার আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান এবং চিন। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের তরফে আবেদন করা হয়, বালোচ লিবারেশন আর্মি এবং তার আত্মঘাতী স্কোয়াড মাজিদ ব্রিগেডকে জঙ্গি তকমা দেওয়া হোক। সীমান্ত সন্ত্রাস চালাতে আফগানিস্তানের মদতে অন্তত ৬০টি ক্যাম্প চালাচ্ছে বালোচরা, এমনটাই দাবি পাকিস্তানের। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিনও এই প্রস্তাবে সহমত পোষণ করে। কিন্তু আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স এই প্রস্তাবের বিরোধিতা করেছে। আপাতত এই তিন দেশের যুক্তি, বালোচ আর্মিকে জঙ্গি তকমা দেওয়ার পর্যাপ্ত প্রমাণ নেই।
উল্লেখ্য, মাসখানেক আগেই ইসলামাবাদের প্রবল প্রতিপক্ষ বালোচ লিবারেশন আর্মিকে বিদেশি জঙ্গির তালিকাভুক্ত করে ওয়াশিংটন। বিএলএর পাশাপাশি তাদের সহযোগী দ্য মাজিদ ব্রিগেডকেও জঙ্গি তকমা দেওয়া হয়। তার কয়েকদিন আগে পহেলগাঁওয়ে হামলাকারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে জঙ্গি তকমা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তাদের জঙ্গি তকমা দেওয়ায় ইসলামাবাদ যে খুশি হয়নি সেকথা বলাই বাহুল্য। তাই বালোচদের বিদেশি জঙ্গির তকমা দিয়ে ইসলামাবাদকে খুশি করছে ওয়াশিংটন, এমনটাই মত ছিল বিশ্লেষকদের।
প্রশ্ন উঠছে, নিজেরা জঙ্গি তকমা দিলেও রাষ্ট্রসংঘে কেন পাক প্রস্তাবের বিরোধিতা করল আমেরিকা? তাহলে কি ট্রাম্পের পাকপ্রেমে চিড় ধরছে? কারণ গত কয়েকদিন ধরে ভারত-আমেরিকা এবং ট্রাম্প-মোদি দুই সম্পর্কেই উন্নতি হয়েছে। যদিও চলতি মাসের শেষেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকের ফাঁকেই ২৫ সেপ্টেম্বর এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কি বালোচ আর্মির জঙ্গি তকমা নিয়ে অবস্থান পালটাবেন ট্রাম্প?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.