Advertisement
Advertisement
Vladimir Putin

ভারত ‘ঝুঁকেগা নেহি’! ‘বন্ধু’ মোদির পাশে পুতিন, শুল্কবাণ সামলাতে নয়া ঘোষণা রুশ প্রেসিডেন্টের

মার্কিন শুল্কের কারণে ভারতের যা লোকসান হবে, সেটা মিটিয়ে দিতে উদ্যোগী রাশিয়া!

Vladimir Putin backs PM Modi on buying Russian oil

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:October 3, 2025 10:28 am
  • Updated:October 3, 2025 10:28 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত কোনওরকম অপমান সহ্য করবে না। নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে আমেরিকাকে সাফ বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে জানালেন, অন্য কোনও দেশের চাপে ভারত মাথা নোয়াবে না। ভারত যেভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে, সেই পদক্ষেপেরও প্রশংসা করেছেন পুতিন। তাঁর হুঁশিয়ারি, অতিমাত্রায় শুল্ক চাপালে আখেরে মার্কিন অর্থনীতিই ক্ষতিগ্রস্থ হবে।

Advertisement

বৃহস্পতিবার একটি সম্মেলনে ভারত-সহ ১৪০টি দেশের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখছিলেন পুতিন। সেখানেই তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের কোনওদিন সমস্যা বা অশান্তি ছিল না। আমি জানি, ভারত অপমান সহ্য করবে না। বাইরে থেকে কোনও দেশ যতই চাপ আসুক না কেন, মাথা নোয়াবে না ভারত।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে পুতিনের দাবি, যে পদক্ষেপে ভারত অপমানিত হবে এমন কোনও কাজ করবেন না মোদি।

রুশ তেল কেনা নিয়েও ভারতের পাশে দাঁড়িয়েছেন পুতিন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে ৯০০ থেকে ১০০০ কোটি ডলারের লোকসান হবে ভারতের। সেদেশের আমজনতা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে নেতারা দেশের জন্য কি সিদ্ধান্ত নেন। দেশের অপমান হবে, এমন কোনও সিদ্ধান্ত নেবে না ভারতের নেতারা। তবে মার্কিন শুল্কের কারণে ভারতের যা লোকসান হবে, সেটা মিটিয়ে দিতে ভারত থেকে আরও বেশি পরিমাণ কৃষিপণ্য এবং ওষুধ কিনবে রাশিয়া।”

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কযুদ্ধের’ মাঝেই ডিসেম্বরে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্টকে মোকাবিলার জন্য প্রাথমিকভাবে দুই বন্ধু কৌশলগত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। তার আগেই ভারতের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন পুতিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ