ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলাস্কায় লাল গালিচা বিছিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। কিন্তু কোটি কোটি টাকা নগদ দিয়ে তবে দেশে ফিরতে পারলেন পুতিন। কেন ঘটল এমন ঘটনা?
আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো জানিয়েছেন আলস্কা থেকে নগদ ২৫০০০০ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২.২ কোটি টাকা আমেরিকাকে দিয়ে তবে দেশে ফিরতে পেরেছেন পুতিন। ১৫ আগস্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে যোগ দিতে আলাস্কায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট। দুই মহা শক্তিধর নেতা যখন যুদ্ধের সমাধান খুজতে ব্যস্ত, ঠিক সেই সময়ে পুতিনের ডেলিগেশন তখন হয়রান হয়ে খুঁজছিল নগদ ২৫০০০০ ডলার।
রুবিয়ো জানিয়েছেন আলাস্কা থেকে ফেরার জন্য পুতিনের বিমানে জ্বালানি ভরতে হত। কিন্তু রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা থাকায় মার্কিন ব্যাঙ্কিং ব্যবস্থা ব্যবহার করতে পারেনি তাঁরা। আর তাই নগদে সেই টাকা মেটাতে বাধ্য হন পুতিনের সহযোগীরা। রুবিয়ো জানিয়েছেন সব মার্কিন নিষেধাজ্ঞার ‘স্বাদ’ পেয়েছেন পুতিন নিজে।
পুতিনের দল প্রায় পাঁচ ঘন্টা আলাস্কায় ছিল। একটি যৌথ সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই ফিরে যায় তারা। ট্রাম্প জানান, তিন ঘণ্টার বৈঠকের পরেও ‘কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।’ জানা গিয়েছে রাশিয়ার তরফ থেকে আসা একটি প্রস্তাব ইউক্রেনকে বিবেচনা করার জন্য উৎসাহিত করছেন ট্রাম্প। রুবিয়ো জানিয়েছেন, এত নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও যুদ্ধের গতিপ্রকৃতি বদলানো সম্ভব হয়নি। তিনি মনে করেন, এর পরে নতুন করে কোনও নিষেধাজ্ঞা নতুন করে প্রভাব ফেলতে পারবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.