Advertisement
Advertisement
Vladimir Putin

এবার থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের

কবে, কোথায় বৈঠকে বসতে চান সেটাও জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

Vladimir Putin proposes direct talks with Ukraine to end war

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:May 11, 2025 7:34 am
  • Updated:May 11, 2025 7:34 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির পর এবার কি থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? দীর্ঘ তিন বছর ধরে যুদ্ধ চলার পর অবশেষে মুখোমুখি ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৫ মে ইস্তানবুলে আলোচনায় বসতে চেয়েছেন রুশ প্রেসিডেন্ট।

Advertisement

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান। এহেন পরিস্থিতিতে শনিবার গভীর রাতে পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী রাশিয়া। যুদ্ধের কারণগুলি সমূলে উৎখাত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তি ফেরানো-এই দুই লক্ষ্য নিয়েই আলোচনায় বসতে চান পুতিন।

তিন বছর পেরিয়ে গিয়েছে। হামলা পালটা হামলায় একে অপরকে রক্তাক্ত করছে রাশিয়া-ইউক্রেন। প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। দু’দেশের সংঘাতের বলি নিষ্পাপ শিশুরাও। জো বাইডেনের জমানায় মস্কোর অভিযোগ ছিল, রণক্ষেত্রে কিয়েভকে মদত দিচ্ছে আমেরিকা। কিন্তু এখন ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। বদলে ফেলেছেন হোয়াইট হাউসের রুশনীতি। ইউক্রেনকে তুলোধোনা করতেও ছাড়ছেন না। কিন্তু তিনি চান, এই যুদ্ধ এখনই থামুক। কিন্তু শত চেষ্টা করেও এখনও তিনি দু’দেশের মধ্যে শান্তি ফেরাতে পারেননি।

প্রসঙ্গত, জেলেনস্কির আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন ভিক্টর ইয়ানুকোভিচ। তিনিই ছিলেন ক্রেমলিনের ‘চোখের মনি’। তাঁর শাসনকালে দু’দেশের সম্পর্ক এতটা তিক্ত ছিল না। চলত দ্বিপাক্ষিক যুদ্ধও। এই প্রাক্তন ইউক্রেনীয় প্রেসিডেন্টকেই ফের কিয়েভের মসনদে বসাতে চেয়েছিল মস্কো। কিন্তু ক্ষমতায় আসেন জেলেনস্কি। তিনি ইউরোপীয় বিশ্বের সঙ্গে সখ্য বাড়াতেই রাশিয়া-ইউক্রেনের সম্পর্ক একেবারে খাদে পড়ে যায়। তারপর ২০২২ সালে যুদ্ধ শুরু হয়। তারপর দীর্ঘ চেষ্টা সত্ত্বেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো যায়নি। এবার কি পুতিনের ডাকে তা সম্ভব হবে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ