Advertisement
Advertisement
Volodymyr Zelensky

টি-শার্ট ছেড়ে জ্যাকেটে জেলেনস্কি, ‘সুন্দর লাগছে’, প্রশংসায় ভরালেন ট্রাম্প

একটা সময় টি-শার্ট পরে হোয়াইট হাউসে আসায় জেলেনস্কির উপর ক্ষেপে উঠেছিলেন ট্রাম্প।

Volodymyr Zelensky jacket gets Donald Trump approval compliment draws smiles viral video
Published by: Amit Kumar Das
  • Posted:October 18, 2025 7:06 pm
  • Updated:October 18, 2025 8:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল, যখন টি-শার্ট পরে হোয়াইট হাউসে আসায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপর ক্ষেপে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতের খাবার খেতে না দিয়ে, কার্যত তাড়িয়ে দিয়েছিলেন তাঁকে। এহেন জেলেনস্কির প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন ট্রাম্প। অতীতের ক্ষতে প্রলেপ দিয়ে জেলেনস্কির জ্যাকেটের গালভরা প্রশংসা করলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হল সোশাল মিডিয়ায়।

Advertisement

গাজা যুদ্ধ থামলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার এখনও কোনও ইঙ্গিত নেই। সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে সমানে রাশিয়ার সঙ্গে সংঘাত চলছে ইউক্রেনের। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদন-নিবেদনও কানে তোলেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে থামার পাত্র নন ট্রাম্প। আলাস্কা বৈঠক ব্যর্থ হওয়ার পর নতুন করে পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। এবারের বৈঠক হতে চলেছে হাঙ্গেরিতে। তার আগে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের পরনে ছিল কালো রঙের মিলিটারি জ্যাকেট। যা দেখে বেশ খুশি হন ট্রাম্প। বলেন, “আমার মনে হয় ওই জ্যাকেটে ওনাকে বেশ সুন্দর লাগছে। দারুণ স্টাইলিস্ট। জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে।

ট্রাম্পের এহেন প্রশংসার পর অতীত খুঁড়ছে ওয়াকিবহাল মহল। চলতি বছরের একেবারে শুরুতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ তখন চরম অবস্থায়। হোয়াইট হাউসে সদ্য এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এসেই জেলেনস্কির উপর তেতে উঠেছিলেন তিনি। রাশিয়ার পক্ষ নিয়ে দফায় দফায় আক্রমণ শানান জেলেনস্কিকে। যুদ্ধের দায় চাপানো হয় তাঁর ঘাড়ে। সেই সময় ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউস আসেন জেলেনস্কি। তাঁর পরনে ছিল টি-শার্ট ও প্যান্ট। সাংবাদিকরা জেলেনস্কিকে জিজ্ঞাসা করেন, ”স্যুট পরেননি কেন? আপনার কি স্যুট আছে?” তা শুনে হেসে ফেলেন জেডি ভান্স। তা উপেক্ষা করে দৃঢ় গলায় জেলেনস্কি বলেন, ”স্যুট সেইদিন পরব, যেদিন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে।” জেলেনস্কি জবাব দিলেও এরপরই ট্রাম্পের খোঁচা, ”সব সেজেগুজে এসেছেন!” এরপর অবশ্য গত আগস্ট মাসে স্যুট পরেই হোয়াইট হাউসে আসেন জেলেনস্কি। সেই ধারা বজায় রেখে এবারও হোয়াইট হাউসের রীতি মেনে ‘স্যুটেড বুটেড’ জেলেনস্কির প্রশংসা করলেন ট্রাম্প।

এই ঘটনায় ওয়াকিবহাল মহলের মত, সেই সময় সদ্য ক্ষমতায় আসা ট্রাম্প আর এখনকার ট্রাম্পের মধ্যে ফারাক অনেক। তখন রাশিয়ার প্রতি কিছুটা নরমভাব ছিল নয়া প্রেসিডেন্টের। এখন রাশিয়া ও পুতিনের উপর রীতিমতো বিরক্ত তিনি। বারবার চেষ্টার পরও যুদ্ধবিরতির ধার মাড়াননি পুতিন। এই পরিস্থিতিতে ইউক্রেনকে ‘টমাহক’ মিসাইল দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। মিসাইল নিয়ে আলোচনার মাঝেই এবার জেলেনস্কির প্রশংসা ট্রাম্পের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ