Advertisement
Advertisement
Bhutan

জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের উপর দিয়ে বইছে জল, ভাঙার আশঙ্কা! অতি বর্ষণে ভাসছে ভুটান

ভুটানের নদীর জল ঢোকায় ডুয়ার্সে বাড়ছে উদ্বেগ।

Water overflows over hydroelectric dam, Bhutan flood from heavy rains
Published by: Suhrid Das
  • Posted:October 5, 2025 5:34 pm
  • Updated:October 5, 2025 8:37 pm   

বিশ্বজ্যোতি ভট্টাচার্য: নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলি। দার্জিলিংয়ে একাধিক জায়গায় ধস নেমেছে। মৃতের সংখ্যা এখনও অবধি ১৭। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। প্রবল বর্ষণে বিপর্যস্ত ভুটানও। নদীর জলে ভেসেছে একাধিক এলাকা। জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের উপর দিয়ে জল উপচে বইছে বলে খবর। বহু জায়গায় আটকে পড়েছেন সাধারণ মানুষজন।

Advertisement

ভুটানে বৃষ্টি হলে সেই জল নদীর মাধ্যমে উত্তরবঙ্গের জেলাগুলিতে এসে পড়ে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলার একাধিক জায়গা প্লাবণের আশঙ্কা থাকে। রবিবার রাতের বৃষ্টিতে সেই আশঙ্কা আরও বেড়ে গিয়েছে। ভুটান ও নেপালেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। নেপালে ৪২ জনের মারা যাওয়ার খবর এসেছে। অন্যদিকে, ভুটানের অবস্থাও বিপর্যস্ত। প্রবল বর্ষণের জেরে শনিবার রাত থেকে ওয়াংচু নদীর জলে ভাসছে ভুটানের বিস্তীর্ণ এলাকা। তীব্র জলের স্রোতে দুই ব্যক্তি ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। বহু জায়গায় সাধারণ মানুষজন আটকে রয়েছেন বলে খবর। প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে।

বহু জায়গায় হেলিকপ্টারের মাধ্যমে সাধারণ মানুষদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ডেনচুখা, ডুয়েমটো এবং হা এলাকার সঙ্গে সংযোগকারী তিনটি সেতু ভেসে গিয়েছে। অঞ্চলগুলির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফলে বাসিন্দাদের মধ্যে ত্রাণসামগ্রীও এই মুহূর্তে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। ভুটানের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা, তোর্সা, রেতি, সুকৃতি, পানা, বাসরা, রায়ডাক, সংকোশ-সহ একাধিক নদী। ভুটান থেকে ডুয়ার্সে ৭২টি নদী ও ঝোরা নেমেছে। একাধিক নদীতে প্রবল জলস্রোত রয়েছে। সেইসব জল পশ্চিমবঙ্গে এসে নামবে বলেই আশঙ্কা রয়েছে। ভুটানের বিপুল জলরাশি উত্তরবঙ্গে এসে পড়লে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে? সেই আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

জানা গিয়েছে, ভুটানের ওয়াংচু নদীর উপর তালা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের বাঁধের উপর দিয়ে জল উপচে পড়ছে! আরও বৃষ্টি হলে প্রবল জলের চাপে বাঁধ ভাঙার আশঙ্কা করা হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, এমন ঘটনা প্রথমবার হয়েছে। তবে বাঁধ ভাঙলে ৭২টি নদী ও ঝোরায় হড়পা বান দেখা দিতে পারে! ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি (এনসিএইচএম) থেকে সোমবার জানানো হয়েছে, প্রবল বৃষ্টির জন্য জলস্তর বেড়ে যাওয়ায় টালা হাইড্রোপাওয়ার বাঁধের গেট খোলা সম্ভব হচ্ছে না। নদীর জল বাঁধের উপর দিয়ে উপচে পড়ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ