Advertisement
Advertisement
Donald Trump

‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোই, তবে…’ ‘শুল্কযুদ্ধের’ মাঝেই সুর নরম ট্রাম্পের!

কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

'We get along very well', Donald Trump on US-India ties amid tariff dispute
Published by: Amit Kumar Das
  • Posted:September 3, 2025 10:12 am
  • Updated:September 3, 2025 10:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগামছাড়া শুল্কের কোপে টালমাটাল ভারত-মার্কিন সম্পর্ক। খামখেয়ালিপনার জেরে নিজের ঘরেই সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুতর এই পরিস্থিতির মাঝে এবার ভারত ইস্যুতে মুখ খুললেন তিনি। জানালেন, ‘ভারত ও আমেরিকার সম্পর্ক বেশ ভালোই।’ তবে এই সম্পর্ককে একতরফা বলে দাবি করেন ট্রাম্প। ভারত আমেরিকার উপর অধিক শুল্ক চাপানোর জেরে বাণিজ্যের ভারসাম্য নষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।

Advertisement

মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, আমেরিকা কি ভারতের উপর থেকে শুল্ক কমানোর কোনও পরিকল্পনা করছে? এর উত্তরে ট্রাম্প বলেন, “না। এমন কোনও পরিকল্পনা আমাদের নেই। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোই। কিন্তু সেই সম্পর্ক একতরফা ছিল, যা আমি বদলে দিয়েছি।” একইসঙ্গে বলেন, “ভারত সর্বদা আমাদের কাছ থেকে অধিক শুল্ক আদায় করত। অন্যদিকে আমরা ওদের থেকে কিছুই নেইনি। ওরা ওদের জিনিস জাহাজ ভর্তি করে এদেশে পাঠিয়েছে, আমাদের উৎপাদন ক্ষেত্রকে প্রভাবিত করেছে। কিন্তু আমরা পারতাম না, কারণ আমাদের উপর ১০০ শতাংশ শুল্ক নেওয়া হত।” উদাহরণ তুলে ট্রাম্প বলেন, “আমাদের হার্লে ডিভিশন বাইক আমরা ভারতে বিক্রি করতে পারতাম না। কারণ এর উপর ২০০ শতাংশ শুল্ক ছিল। এর ফলে ভারতে ব্যবসা করতে আমাদের ভারতে গিয়ে কারখানা খুলতে হয়েছে। শুল্কের হাত থেকে বাঁচতে। সর্বত্র এই হাল।”

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক চাপান। পরে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। পাশাপাশি সতর্কবার্তা দিয়ে ওয়াশিংটন জানিয়েছে, মস্কোর সঙ্গে তেল বাণিজ্য চালালে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা জারি হতে পারে। এই অবস্থায় বাণিজ্যের বিকল্প পথ খুঁজছে ভারত। রাশিয়ার সঙ্গে আরও বাণিজ্যের পাশাপাশি চিনের সঙ্গেও বেড়েছে ঘনিষ্ঠতা। সম্প্রতি চিনের তিয়ানজিনে এসসিও সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পার্শ্ববৈঠক করেন। কাছাকাছি এসে ট্রাম্পকে কার্যত বার্তা দেন তিন রাষ্ট্রপ্রধান। এই ছবি চাপ বাড়িয়েছে আমেরিকার কূটনৈতিক বিশেষজ্ঞদের। ঘরের অন্দরেও সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট।

এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জানান, “ওরা (ভারত) এখন (মার্কিন পণ্যকে) শুল্কশূন্য করার প্রস্তাব দিচ্ছে। এটা ওদের অনেক আগেই করা উচিত ছিল।” এর ঠিক পর কেন্দ্রের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ইঙ্গিত দেন আমেরিকার সঙ্গে বাণিজ্য ইস্যুতে আলোচনা চলছে। এবার প্রকাশ্যে এল ট্রাম্পের নয়া বিবৃতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement