Advertisement
Advertisement
JeM Pool Reopen

অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দিয়েছিল ভারত, দু’মাসের মধ্যে খুলে গেল জইশের সেই সুইমিং পুল

সমাজমাধ্যমে ছবি পোস্ট করল জইশ।

Weeks after India army's Operation Sindoor strikes JeM reopens pool
Published by: Kishore Ghosh
  • Posted:June 30, 2025 9:19 pm
  • Updated:June 30, 2025 9:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান যে সন্ত্রাসের মদতদাতা তা তারাই প্রমাণ করছে। রীতিমতো সরকারি সাহায্যে গড়ে তোলে হচ্ছে পিওকে এবং পাকিস্তানে অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে যাওয়া জঙ্গিঘাঁটিগুলিকে। এবার প্রকাশ্যে এলে বহাওয়ালপুরের জামা-এ-মসজিদ সুভান আল্লাহ্ শিক্ষাপ্রতিষ্ঠানের সুইমিং পুল। যেটিও গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। উল্লেখ্য, এই শিক্ষাপ্রতিষ্ঠান জঙ্গি গোষ্ঠী জইশ-এ-মহম্মদের।

Advertisement

সমাজমাধ্যমে ছবি পোস্ট করে পুল খোলার কথা জানানো হয়েছে জইশের তরফেই। মনে করা হচ্ছে, এর অর্থ হল বহাওয়ালপুরের প্রায় ৬০০ পড়ুয়ার ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি পুনরায় সক্রিয় হয়ে উঠছে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরে অপারেশনে যাওয়ার আগে এখানেই সময় কাটায় জঙ্গিরা। হামলার জন্য শীর্ষ নেতৃত্বের আদেশের অপেক্ষা করে। তখনই এই পুলটি ব্যবহার করে তারা।

২০১৯ সালে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয় লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গিরা। কাশ্মীরে সেই অভিযানে যাওয়ার আগে বহাওয়ালপুরের এই প্রশিক্ষণ শিবিরের পুলেই নেমে ছবি তুলেছিল চার জঙ্গি— মহম্মদ উমর ফারুক, তালহা রশিদ আলভি, মহম্মদ ইসমাইল আলভি, রশিদ বিল্লা। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়েছে। এ বার সেই পুল খোলার ছবি আবার প্রকাশ করল জইশ।

উল্লেখ্য়, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। এরপরেই পিওকে এবং পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া নয়টি জঙ্গিঘাঁটি। সেই ঘাঁটি বা প্রশিক্ষণ শিবিরগুলিকে নতুন করে গড়ে তোলার অর্থ সেগুলিকে ফের সক্রিয় করে তুলছে পাকিস্তান। অর্থাৎ নতুন উদ্যমে জঙ্গি তৎপরতার সম্ভাবনা ভূস্বর্গে। সতর্ক রয়েছে ভারতীয় সেনাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ