Advertisement
Advertisement
Kanimozhi

‘ভারতের রাষ্ট্রভাষা কী?’ দক্ষিণের বিদ্রোহের মাঝেই জবাব কানিমোঝির, হাততালি কুড়োলেন স্পেনে

কী বললেন ডিএমকে সাংসদ?

What is India's national language, DMK MP Kanimozhi's response in Spain goes viral
Published by: Amit Kumar Das
  • Posted:June 3, 2025 12:16 pm
  • Updated:June 3, 2025 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাষাকে কেন্দ্র করে বিদ্রোহের আগুন জ্বলছে দক্ষিণের রাজ্যগুলিতে। ঠিক সেই সময় বিদেশের মাটিতে বসে ভাষা বিদ্রোহের আগুনে জল ঢাললেন ডিএমকে সাংসদ কানিমোঝি। স্পেনে তাঁর কাছে ধেয়ে এল প্রশ্নবাণ। ‘ভারতের রাষ্ট্রভাষা কী?’ বিতর্কিত এই প্রশ্নের জবাবে ভারত নামক রাষ্ট্রের একতা তুলে ধরলেন দক্ষিণী সাংসদ। তাঁর জবাবে হাততালিতে ফেটে পড়ল সভাঘর।

Advertisement

বিশ্ব সন্ত্রাসের জনক পাকিস্তানের পর্দাফাঁস করতে বিদেশসফরে রয়েছে ভারতের প্রতিনিধি দল। সেই লক্ষ্যেই বর্তমানে স্পেনে থাকা প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত হয়েছেন কানিমোঝি। সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় তাঁর কাছে প্রশ্ন ধেয়ে আসে, ‘ভারতের রাষ্ট্রভাষা কী?’ এর জবাবে ভারতের গৌরব তুলে ধরে সাংসদ বলেন, “আপনি ভারতের রাষ্ট্রভাষা সম্পর্কে জানতে চান। কিন্তু আমার মনে হয় ভারতের জাতীয় ভাষা হল বৈচিত্রের মাঝে ঐক্য। আমরা বিশ্বকে এই বার্তাই দিচ্ছি এবং আজকের দিনে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।” সাংসদের মুখ থেকে এমন আশাতীত জবাব পেয়ে কিছুক্ষণের জন্য মুগ্ধতায় স্তব্ধ হয়ে যায় গোটা সভাঘর। এরপর ছোটে হাততালির বন্যা। কানিমোঝির জবাব সংক্ষিপ্ত হলেও এর তাৎপর্য বিরাট।

উল্লেখ্য, কানিমোঝির বক্তব্য এমন সময়ে সামনে এল যখন দক্ষিণের রাজ্যগুলিতে হিন্দি বিরোধিতার আগুন দাউদাউ করে জ্বলছে। জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় নতুন করে ভাষাযুদ্ধ শুরু হয়েছে তামিলনাড়ুতে। হিন্দি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে ইতিমধ্যেই আন্দোলনে মুখর হয়ে উঠেছে তামিলনাড়ু। কেন্দ্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। রাজ্য বিধানসভা নির্বাচনে আগে একদিকে যখন তামিল অস্মিতার অস্ত্রে শান দিচ্ছেন স্ট্যালিন, অন্যদিকে তখন কর্নাটক-সহ দক্ষিণের বাকি রাজ্যগুলিতে বেড়েছে হিন্দিবাসীদের হেনস্থার ঘটনা। এহেন ডামাডোলের মাঝেই দক্ষিণ ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল কানিমোঝির এই বার্তা দেশের আভ্যন্তরীণ দ্বন্দ্বকে দূরে সরিয়ে ঐক্যের বার্তা দিল বিশ্বকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement