সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিবাসন-বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রিটেন। প্রতিবাদ দেখাতে শনিবার লন্ডনের রাজপথে নামেন লক্ষ মানুষ। এই পরিস্থিতেতে গর্জে উঠলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বললেন, “অতি দক্ষিণপন্থীদের কাছে মাথা নত করব না।”
স্টারমার বলেন, “দক্ষিণপন্থীদের কাছে ব্রিটেন কখনই মাথা নত করবে না। হিংসা লুকাতে তাঁরা জাতীয় পতাকাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। জাতীয় পতাকায় লাল এবং সাদা রঙের সংমিশ্রণ দেশের বৈচিত্র্যকে তুলে ধরে। নাগরিকদের ধর্ম, বর্ণ এবং অন্যান্য বিষয়ের ভিত্তিতে তাদের উপর আক্রমণ বরদাস্ত করব না।” তিনি আরও বলেন, “শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার সব মানুষেরই রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। পুলিশের উপর আক্রমণ হয়েছে। আক্রমণ হচ্ছে ধর্ম এবং বর্ণের ভিত্তিতেও।” স্টারমারের সংযোজন, “ব্রিটেন এমন একটি দেশ যা সহনশীলতা, বৈচিত্র্য এবং শ্রদ্ধার উপর নির্মিত দাঁড়িয়ে আছে। আমাদের জাতীয় পতাকা আমাদের বৈচিত্র্যময় দেশের প্রতিনিধিত্ব করে। আমার তাদের কাছে কখনই আত্মসমর্পণ করব না, যারা এই পতাকা হিংসা, ভয় এবং বিভাজনের কাজে ব্যবহার করছে।”
উল্লেখ্য, শনিবার অতি দক্ষিণপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে মধ্য লন্ডনে অভিবাসীদের বিরুদ্ধে বিশাল মিছিলে শামিল হন প্রায় এক লাখ মানুষ। এই মিছিলের নাম দেওয়া হয় ‘ইউনাইট দ্য কিংডম’। ব্রিটেনের বহু জায়গা থেকে জাতীয় পতাকা হাতে মিছিলে হাজির হন মানুষজন। পুলিশের দাবি, এই মিছিলে যোগ দেন প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ। হামলা চালানো হয় বেশ কিছু পুলিশ কর্মীর উপরও। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই মিছিলের কারণে মধ্য লন্ডনের বহু রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এদিন তুমুল উত্তেজনা ছড়ায় রাজধানীর রাজপথে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.