Advertisement
Advertisement
Dog

ওরা সারমেয় ভালোবাসে… কুকুরের সংখ্যা সর্বাধিক আমেরিকায়, তালিকায় ভারত কত নম্বরে?

কুকুরের সংখ্যা অনুযায়ী সেরা ১০ দেশ কারা?

Which Country Has The Most Dogs? See The World's Top 10 List

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:August 15, 2025 9:38 pm
  • Updated:August 15, 2025 9:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে আনুমানিক ১.৫৩ কোটি পথকুকুরের বাস। যা অনেক সময়ই নানা সমস্যার কারণ হচ্ছে বলে মনে করেন অনেকেই। সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর অঞ্চলের পথকুকুরগুলোকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। সরকার আগামী এক বছরের মধ্যে দেশের ৭০% রাস্তার কুকুরকে বন্ধ্যাত্বকরণ ও টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং ক্রমবর্ধমান কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনা। কিন্তু জানেন কি পথকুকুর ও পোষ্য মিলিয়ে সারমেয়র সংখ্যায় কোন দেশ এগিয়ে?

Advertisement

বিশ্বব্যাপী কুকুরের ভিন্ন পরিসংখ্যান সামনে এসেছে। বিশেষ কিছু প্রতিবেদন অনুযায়ী, ভারতে কুকুরের সংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যদিও তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আমাদের দেশ। শীর্ষে আমেরিকা। এরপর রয়েছে ব্রাজিল ও চীন। এই তিনটি দেশে কুকুরের সংখ্যা ভারতের থেকে অনেকটাই বেশি। জেনে নেওয়া যাক বিশ্বে কুকুরের সংখ্যা অনুযায়ী প্রথম ১০টি দেশ কোনগুলি।

১০. রোমানিয়া: রোমানিয়ায় কুকুরের সংখ্যা ৪০ লক্ষেরও বেশি। আশির দশকে বহু বাসিন্দা গ্রাম থেকে শহরে চলে আসার সময় পোষ্য ফেলে দেওয়ায় পথকুকুরের সংখ্যা বেড়ে যায়। একসময় ব্যাপকভাবে কুকুর নিধন চালানো হলেও, প্রাণী অধিকার গোষ্ঠীগুলির সমালোচনার কারণে তা বন্ধ হয়ে যায়।
৯. ফ্রান্স: ফ্রান্সে প্রায় ৭৫ লক্ষ কুকুর রয়েছে। তাদের চিহ্নিত করার জন্য প্রতিটি কুকুরের শরীরে মাইক্রোচিপ রয়েছে। কুকুরকে টিকা দেওয়ার বিষয়টি ফ্রান্সে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হয়।
৮. আর্জেন্টিনা: আর্জেন্টিনায় প্রায় ১ কোটি কুকুর রয়েছে। পোষা প্রাণীর সংখ্যাও বাড়ছে। সরকার পরিচালিত টিকাদান ও বন্ধ্যাত্বকরণ কর্মসূচি তাদের সংখ্যা ও নিরাপত্তা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে।
৭. ফিলিপিন্স: ফিলিপিন্সে কুকুরের সংখ্যাটা ১ কোটি ১৬ লক্ষ। দেশটি দীর্ঘদিন ধরে জলাতঙ্ক-সংক্রান্ত মৃত্যুর বিরুদ্ধে লড়াই করে আসছে। পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সরকার কুকুর নিধনের পথ ত্যাগ করে মানবিক উপায়ে টিকা প্রদান ও বন্ধ্যাত্বকরণের নীতি নিয়েছে।
৬. জাপান: জাপানে কুকুরের সংখ্যা ১ কোটি ২০ লক্ষেরও বেশি। ওদেশের অনেক বাসিন্দা সন্তানের পরিবর্তে পোষা প্রাণী দত্তক নেন এবং কুকুরদের পরিবারের সদস্যের মতো আচরণ করেন।
৫. রাশিয়া: তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পুতিনের দেশ। সেদেশে কুকুর রয়েছে দেড় কোটিরও বেশি। যার মধ্যে বিখ্যাত ‘মেট্রো কুকুর’ ও আছে, যারা ওদেশে গণপরিবহণ ব্যবহার করে চলাফেরা করে। ভবঘুরে কুকুরের সংখ্যা বাড়ছে, তবে নাগরিক ও কর্তৃপক্ষ তাদের যত্ন নিচ্ছে।
৪. ভারত: ভারতে ১ কোটি ৫৩ লাখ পথকুকুর রয়েছে। তাদের সংখ্যার নিয়ন্ত্রণ ও জনসাধারণের ঝুঁকি কমাতে সরকার এক বছরের মধ্যে এদের ৭০ শতাংশকে টিকা দেওয়া ও নির্বীজকরণ করার পরিকল্পনা করেছে।
৩. চিন: চিনে কুকুরের সংখ্যা ২.৭৪ কোটির মতো। সেদেশ পোষা প্রাণী পালনের হারও দ্রুত বাড়ছে। এক সময় বেজিংয়ের মতো শহরে কুকুর পালন সীমাবদ্ধতা ছিল, কিন্তু এখন তা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যা চিনের পোষ্য প্রাণীর বাজারকে যথেষ্ট চাঙ্গা করছে।
২. ব্রাজিল: ব্রাজিলে প্রায় ৩.৫৭ কোটি কুকুর রয়েছে। দেশে প্রায় অর্ধেক পরিবারে অন্তত একটি করে কুকুর রয়েছে। সরকারের তরফে টিকাদান কর্মসূচি ও পোষা প্রাণীর সুরক্ষা নিশ্চিত করা হয়।
১. আমেরিকা যুক্তরাষ্ট্র: বিশ্বে তালিকার শীর্ষে আমেরিকা। আনুমানিক সাড়ে ৭ কোটি সারমেয়র বাস মার্কিন মুলুকে। সেখানে কুকুরের জন্য পার্ক, গ্রুমিংয়ের পাশাপাশি কঠোর প্রাণীকল্যাণ মূলক আইন ব্যাপকভাবে প্রচলিত, প্রাণী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement