ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের নির্দেশেই করোনাকে মহামারি ঘোষণা করতে দেরি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘প্রমাণ’-সহ বিস্ফোরক দাবি করল জার্মান সংবাদমাধ্যম ‘ডের স্পিজেল’। তাঁদের দাবি, জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসের (Tedros Adhanom Ghebreyesus) সঙ্গে ফোনে কথা বলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping )। তাঁর নির্দেশেই করোনাকে মহামারি ঘোষণা করতে দেরি করে WHO। যদিও এই সব অভিযোগ খারিজ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Statement on False Allegations in : Reports of a 21 Jan phone call between & 🇨🇳 President Xi are unfounded & untrue. They didn’t speak on 21 Jan & have never spoken by 📞
Such inaccurate reports distract & detract from WHO’s & the 🌍’s efforts to endAdvertisement— World Health Organization (WHO) (@WHO)
ওই সংবাদমাধ্যমটি জার্মান গোয়েন্দা বিভাগকে উদ্ধৃত করে বলছে, মহামারি করোনা নিয়ে তথ্য গোপন করতে চেয়েছিল চিন। সে কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলাদাভাবে কথা বলেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নির্দেশ দেন যেন, বৈশ্বিক মহামারি সতর্কতা আরও দেরিতে জারি করা হয় এবং মানুষ থেকে মানুষে করোনার সংক্রমণের বিষয়ে তথ্য প্রকাশ করা না হয়। ডের স্পিজেলের দাবি, গত ২১ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সে সময়ই তিনি করোনা যে মহামারি এবং এটি মানুষ থেকে মানুষে ছড়ায়, এসব তথ্য তখনই প্রকাশ না করতে অনুরোধ করেছিলেন। এবং সেইমতোই WHO করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করতে দেরি করে।
ওই সংবাদমাধ্যমের খবর প্রকাশ্যে আসতেই বিবৃতি দিয়ে তা অস্বীকার করেছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডের স্পিজেলের এই দাবি সম্পূর্ণ মনগড়া আর ভিত্তিহীন। তাঁরা সাফ জানিয়েছে ওই সময় তো বটেই কোনও সময়ই WHO কর্তা চিনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেননি। এ ধরনের তথ্য বিভ্রান্তিকর এবং তা কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের প্রচেষ্টা থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে দিতে চাইছে। আর করোনাকে মহামারি ঘোষণায় দেরি হওয়ার যে অভিযোগ উঠছে, তাও নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.