সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে গ্রেপ্তার হওয়া পাক গুপ্তচরদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়ান্দারা। এই পরিস্থিতিতে ‘ম্যাডাম এন’ নামে এক পাক রহস্যময়ীর পরিচয় সামনে এসেছে। লাহোরের বাসিন্দা তথা পাক গুপ্তচর সংস্থা ISI-এর গুরুত্বপূর্ণ সদস্য নোশাবা শেহজাদ মাসুদ ওরফে ম্যাডাম এন-এর কাজ ছিল ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে পাক চর হিসাবে নিযুক্ত করা। পাকিস্তানে বসেই তিনি এসব কাজ পরিচালনা করতেন।
সূত্রের খবর, ম্যাডাম এন মূলত একজন ভ্রমণ সংস্থার কর্ণধার। পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার পাশাপাশি ভারতে থাকা পাক হাইকমিশনে বিশেষ প্রভাব ছিল তাঁর। সূত্রের খবর, জ্যোতি মালহোত্রা-সহ গ্রেপ্তার হওয়া আরও কয়েকজন পাক চরকে জিজ্ঞাসাবাদ করে এই ম্যাডাম এন-এর সম্পর্কে জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা। এও জানা গিয়েছে, তাঁর তদারকিতেই একাধিকবার পাকিস্তান সফর করেছিলেন গ্রেপ্তার হওয়া পাক চররা। নিজের প্রভাব খাটিয়ে ভারতে থাকা পাক চরদের জন্য টুরিস্ট ভিসা করে দিতেন এই ম্যাডাম এন।
সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন পাকিস্তানের চরবৃত্তির জন্য ভারতে একটি সেল তৈরি করেছিলেন ম্যাডাম এন। গুপ্তচরবৃত্তির জন্য ৫০০ জন ভারতীয়কে নিয়োগের নীল নকশা তৈরি করেছিলেন এই পাক রহস্যময়ী। এই কাজে যুবক-যুবতীদের যুক্ত করার জন্য ভারতীয় ইউটিউবারদের কাজে লাগাতেন তিনি। ইউটিউবারদের মাধ্যমে অর্থ পাঠাতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সূত্রের খবর শেষ ছ’মাসে প্রায় ৩০০০ জন ভারতীয় ও ১৫০০ জন অনাবাসী ভারতীয়কে পাকিস্তানে ভ্রমণে সাহায্য করেছিলেন। আর এই তথ্য চিন্তা বাড়িয়েছে তদন্তকারী আধিকারিকদের। সূত্রের খবর, ভারতে গ্রেপ্তার হওয়া ‘গদ্দার’দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্তকারীদের আতশকাঁচে এই চরদের নিয়োগকারী ম্যাডাম এন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.