Advertisement
Advertisement
Vladimir Putin

বিশেষ স্যুটকেসে পুতিনের মল সংগ্রহ, আলাস্কা বৈঠক শেষে বর্জ্য ফিরল রাশিয়ায়

কেন এই বিশেষ উদ্যোগ পুতিনের নিরাপত্তারক্ষীদের?

why Putin bodyguard bring poop suitcase in alaska

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 18, 2025 1:00 pm
  • Updated:August 18, 2025 1:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলাস্কায় তিন ঘণ্টার লম্বা বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও সমাধানসূত্র না পাওয়া গেলেও এই বৈঠকের পরে জানা গিয়েছে এক অদ্ভুত তথ্য। ট্রাম্পের সঙ্গে আলাস্কা শীর্ষ বৈঠকে পুতিনের দেহরক্ষীরা সঙ্গে আনেন এক বিশেষ ব্যাগ। এই ব্যাগেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুতিনের ‘মল’। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। একি পুতিনের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও গুরুত্বপূর্ণ কারণ? এনিয়ে ইতিমধ্যেই ছড়িয়েছে জল্পনা।

Advertisement

জানা গিয়েছে এই অদ্ভুত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গোপন করার জন্য। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বিদেশ সফরে পুতিনের দেহরক্ষীরা তাঁর মল সংগ্রহ করেন এবং তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান। আলাস্কা বৈঠকে পুতিনকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। তাঁকে ঘিরে ছিলেন দেহরক্ষীরা। রুশ তথ্য ফাঁস রোধে নেওয়া হয়েছিল একাধিক পদক্ষেপ।

বিভিন্ন বিদেশি মিডিয়া জানিয়েছে, পুতিনের ফেডারেল প্রোটেকশন সার্ভিসের সদস্যরা তাঁর মানব বর্জ্য সংগ্রহ করেন। বিশেষ ব্যাগে তা রাখা হয় এবং নির্দিষ্ট ব্রিফকেসে বহন করা হয়। এই ব্যবস্থা বহু বছর ধরেই চালু রয়েছে। ২০১৭ সালে ফ্রান্স সফরের সময়ও এমন হয়েছিল। এছাড়া ভিয়েনা সফরের সময়ও পুতিন একটি পোর্টেবল টয়লেট ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে। ১৯৯৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই পুতিন এই অভ্যাস চালু রেখেছেন বলে জানাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ।

৭২ বছর বয়সি পুতিনের স্বাস্থ্যের বিষয়ে বেশ কিছু বছর ধরেই জল্পনা রয়েছে। ২০২৩ সালে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে বসার সময়ও তাঁর পা কাঁপতে দেখা যায়। ২০২২ সালে পুতিনের পড়ে যাওয়ার খবর খারিজ করে ক্রেমলিন। গত বছর কাজাখস্তানের আস্তানায় সাংবাদিক সম্মেলনে পুতিনকে বার বার পা নাড়তে দেখা গিয়েছিল। যার জেরে চিকিৎসকদের অনুমান, পুতিন পারকিনসনসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তাঁর শারীরিক অবস্থার কোনও তথ্য যাতে ফাঁস না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ