Advertisement
Advertisement
Donald Trump

একমঞ্চে পুতিন-কিম-জিনপিং! ‘আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র’, আক্রমণ ট্রাম্পের

২৬ জন রাষ্ট্রনেতার উপস্থিত ছিলেন চিনের কুচকাওয়াজে।

Xi, Putin, Kim seen at Beijing parade, Donald Trump fumes
Published by: Biswadip Dey
  • Posted:September 3, 2025 9:41 am
  • Updated:September 3, 2025 9:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব কূটনীতিতে ঝড়! দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চিনের লড়াইয়ের ৮০ বছর পূর্তিতে আয়োজিত কুচকাওয়াজের সাক্ষী থাকতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশেই দেখা গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং-উনকে। আর এতেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সটান ‘আক্রমণের তির’ শানিয়েছেন জিনপিংয়ের দিকে। তাঁর অভিযোগ, আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই একত্রিত হয়েছেন তিন রাষ্ট্রনেতা!

Advertisement

এসসিও বৈঠকে যোগ দিতে চিনে এসেছিলেন পুতিন। অন্যদিকে মঙ্গলবার বুলেট ট্রেনে চিনে পৌঁছে যান উত্তর কোরিয়ার নেতা। তাঁরা অংশ নেন ওই কুচকাওয়াজে। এরপরই ট্রাম্প নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে জিনপিংকে উদ্দেশ করে লেখেন, ‘অনুগ্রহ করে ভ্লাদিমির পুতিন ও কিম জং-উনের কাছে আমার উষ্ণ অভ্যর্থনা পৌঁছে দেবেন। কেননা আপনারা সকলে মিলে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’ সেই সঙ্গে তাঁর অভিযোগ, মার্কিন সমর্থনের কথা উহ্য রেখেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে চিনের লড়াইয়ের ইতিহাস লিখতে চাইছেন জিনপিং।

প্রসঙ্গত, এদিনের কুচকাওয়াজে না থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত বছর পরে ড্রাগনের দেশে গিয়েছিলেন এসসিও বৈঠকে অংশ নিতে। ২০১৮ সালে মোদির শেষ উহান সফরের সময় দুই দেশের সম্পর্কের টানাপড়েন ছিল চরমে। ডোকলাম অচলাবস্থা পেরিয়ে, এবার পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সম্ভাবনার মাঝেই ভারত ও চিন তাদের সম্পর্ক শুধরে নেওয়ার চেষ্টা করছে। স্বাভাবিক ভাবেই এই ‘পুনর্মিলন’ও অস্বস্তিতে রেখেছে ট্রাম্পকে।

উল্লেখ্য, বুধবারের কুচকাওয়াজে ৫০ হাজারেরও বেশি সেনা অংশ নিয়েছে। পুতিন-কিম ছাড়াও বহু রাষ্ট্রনেতা অংশ নিয়েছিলেন এর সাক্ষী হতে। মালয়েশিয়া, মায়ানমার, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, জিম্বাবোয়ে-সহ মোট ২৬ জন! পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও দেখা গিয়েছে সেখানে। এদিকে, চিনের এই কুচকাওয়াজে প্রথমবা প্রদর্শিক হল বেজিংয়ের হাতে থাকা অত্যাধুনিক মারণাস্ত্র। যার মধ্যে রয়েছে জেট ফাইটার, মিসাইল থেকে সর্বাধুনিক ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement