Advertisement
Advertisement
Daily Horoscope

২০ সেপ্টেম্বরের রাশিফল: উৎসবের মরশুমে ভ্রমণযোগ বৃষ রাশির, কী রয়েছে আপনার ভাগ্যে?

জেনে নিন আজকের রাশিফল।

20 September Daily Horoscope of your zodiac insight
Published by: Sayani Sen
  • Posted:September 20, 2025 8:32 am
  • Updated:September 20, 2025 8:32 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

মেষ রাশি: শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। নিজের প্রতি যত্ন নিন। পরিবারের সঙ্গে সময় কাটান। চাকরিক্ষেত্রে উন্নতির সম্ভাবনা।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

বৃষ রাশি: কেরিয়ারে উন্নতির সম্ভাবনা। যেকোনও সমস্যায় পরিবারের লোকজনদের আপনি পাশে পাবেন। সমুদ্র কিংবা পাহাড়ে বেড়াতে যাওয়ার সম্ভাবনা।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

মিথুন রাশি: নিজের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করুন। তাতেই আপনার কর্মজীবনে উন্নতি ঘটবে। পরিবারের সকলকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করুন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

কর্কট রাশি: আপনার ইতিবাচক মনোভাব অনেক দূর পর্যন্ত এগোতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে সমস্ত বাধাবিপত্তি কেটে উন্নতির সুযোগ আসবে। পড়ুয়াদের ক্ষেত্রে সময়টি বিশেষ শুভ নয়।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

সিংহ রাশি: শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা। হঠাৎ করে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আর্থিক সমস্যা ঘুচবে। বাড়ি সংস্কারের সম্ভাবনা রয়েছে।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

কন্যা রাশি: স্বাস্থ্যোন্নতি হবে। বেহিসাবে খরচ করবেন না। তাতে ভবিষ্যতের আর্থিক ক্ষতি হতে পারে। তাই বুঝেশুনে খরচ করুন। পরিবারের লোকজনকে নিয়ে কোনও স্বপ্ন থাকলে তা পূরণ হতে পারে। কোথাও সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে সাবধান হোন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

তুলা রাশি: অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা। কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্তরা সাবধানে পা ফেলুন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

বৃশ্চিক রাশি: কেরিয়ার নিয়ে ভাবনাচিন্তা করুন। কোনও ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়ার সম্ভাবনা। তবে অবশ্যই বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

ধনু রাশি:কর্মক্ষেত্রে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তবে বাধাবিপত্তি পেরিয়ে উন্নতি হবেই। শরীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকবে না। নিজের বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করুন। নইলে তার নেতিবাচক প্রভাব কেরিয়ারে পড়তে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা বেশ কঠিন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

মকর রাশি:কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের জোরে সমস্ত সহকর্মীর মন জয় করবেন আপনি। গুরুজনদের কথা শুনে চলার চেষ্টা করুন। এই সময় ভ্রমণযোগ রয়েছে।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

কুম্ভ রাশি: সন্তান বড় করে তোলার ক্ষেত্রে আরও ধৈর্যশীল হোন। নইলে সন্তানের সঙ্গে ক্রমশ আপনার দূরত্ব তৈরি হবে। কোনও জমিজমা সংক্রান্ত সমস্যা হতে পারে। তাই জমিবাড়ি কেনাবেচার সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

মীন রাশি: আয় বুঝে ব্যয় করুন। নইলে ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়তে পারেন। রোজকার জীবন থেকে আপনার বিরতি প্রয়োজন। তাই ছোটখাটো কোথাও ঘুরে আসতে পারেন। নইলে শারীরিক সমস্যা হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ