সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ ‘তারা রাত্রি’। অর্থাৎ কৌশিকী অমাবস্যা। যা ভক্তদের কাছে বিশেষ মাহাত্ম্যের। যার প্রভাব তন্ত্রসাধনা থেকে আধ্যাত্মিক জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এদিনই সূর্য ও চন্দ্রের সংযোগে বিশেষ সুবিধার মুখে ৩ রাশি। যাদের থাকছে প্রচুর আয়ের যোগ। শুধু তিন রাশির ক্ষেত্রেই নয়, জ্যোতিষশাস্ত্র বলছে, এই দিনে করা বিশেষ কিছু টোটকা মানুষের জীবন বদলে দিতে পারে। আর এর মধ্যেই কৌশিকী অমাবস্যায় সূর্যগ্রহণ! সেখানেও জ্যোতিষশাস্ত্র বলছে, তিথি-নক্ষত্রের বিচারে ৩ রাশির কপালে টাকার যোগ। আসবে হাতে নতুন সম্পত্তি! এমনকী বিয়ের যোগাযোগ দেখছেন জ্যোতিষীরা। এবার মঙ্গল ও চন্দ্রের মহামিলন হতে চলেছে। শুধু তাই নয়, তৈরি হতে চলেছে রাজযোগ। কৌশিকী অমাবস্যার ৬ দিনের মাথাতেই তাই রাজযোগ তৈরি হতে চলেছে। যার ফল পাবেন সিংহ, তুলা, মীন রাশির জাতক-জাতিকারা।
সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্য ও চন্দ্রের সংযোগ বিশেষ সুবিধা বয়ে আনবে। পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ হবে যা আর্থিক সংকটের অবসান ঘটাবে। পারিবারিক কলহের অবসান হবে এবং মানসিক শান্তি লাভ হবে। অবিবাহিতদের জন্য সময় ভালো, অনেক প্রস্তাব আসতে পারে। যাঁদের সন্তানদের সঙ্গে মতবিরোধ রয়েছে তাঁরা স্বস্তি পাবেন। ঘরের ইতিবাচক শক্তি ঘিরে থাকবে জীবনকে৷
তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের কাছেও সময়টা বিশেষ শুভ হতে চলেছে। সূর্য ও চন্দ্রের সংযোগ তুলা রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। আর্থিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো হবে। সুখ ও শান্তি বজায় থাকবে। সংসারে বৈভব ঝরে পড়বে। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ। জ্যোতিষীরা বলছেন, অবিবাহিতরা প্রেম বা বিবাহের প্রস্তাব পেতে পারেন। তবে, কোনও সম্পর্কে জড়ানোর আগে ভাল করে খোঁজ নিন।
মীন রাশি: সূর্য ও চন্দ্রের সংযোগ মীন রাশির জাতকদের বিশেষ সুবিধা দিতে পারে। বিবাহিত জীবনে সম্পর্কের উন্নতি হবে এবং বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। ফলে মানসিক শান্তি স্বাভাবিকভাবেই থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকরিজীবীদের আয় বৃদ্ধি পাবে।
তবে এই তিন রাশির ক্ষেত্রেই নয়, প্রভাব পড়বে অন্য রাশিতেও। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৩০ আগস্ট বুধ সিংহতে প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যেই বুধ ও শুক্র মিথুনে অবস্থানকালীন বৃহস্পতির সঙ্গে তৈরি করেছে গজলক্ষ্মী-রাজযোগ। ২১ আগস্ট কর্কটে প্রবেশ করে বুধের সঙ্গে শুক্র তৈরি করছে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ। রবি আগস্টের শুরুতে কর্কটে থাকলেও ১৭ তারিখেই নিজের রাশি সিংহতে প্রবেশ করেছে। কেতুর সঙ্গে সেখানে যোগ হচ্ছে রবি কারণ, কেতু সিংহতেই রয়েছে। তাই এর প্রভাবে ধনু রাশির জাতক বা জাতিকাদের সময় দারুণ। ভালো সময়ের সামনে আসছেন মেষ রাশির জাতক-জাতিকারাও। শনির সাড়ে সাতির প্রথম পর্যায় চললেও কষ্ট অনেকটাই লাঘব হতে চলেছে। মকর রাশির জাতক-জাতিকারাও এই সময়ে ভালো ফল পেতে চলেছেন। আর্থিক ও সামাজিক উন্নতিলাভ, সমৃদ্ধি লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। কিছু রাশির ক্ষেত্রে সময় অতটাও শুভ নয়। তাঁদের ক্ষেত্রে জীবনের পথে আসবে একাধিক বাধাবিপত্তি ,বলছেন জ্যোতিষীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.