সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন কমবেশি প্রায় সকলে। অনেকে আবার বিশ্বাস করেন, এক একটা স্বপ্ন, এক একটা ইঙ্গিত বহন করে। কারও মতে, ভোরের স্বপ্ন সত্যি হয়। যদিও অনেকের মতে, স্বপ্ন ভিত্তিহীন। তার কোনও সারবত্তা নেই। কিন্তু কোন স্বপ্ন কী বার্তা দেয়, চলুন তা জেনে নেওয়া যাক।
অন্তঃসত্ত্বা হওয়ার স্বপ্ন:
আপনি কি অন্তঃসত্ত্বা হওয়ার স্বপ্ন দেখেছেন? বিশেষজ্ঞদের মতে, অত্যধিক কাজের চাপ থাকলে নাকি এই স্বপ্ন দেখার সম্ভাবনা তৈরি হয়।
উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন:
বেশিরভাগ মানুষ উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন। যাঁরা স্বাধীনচেতা তাঁরাই নাকি এই ধরনের স্বপ্ন বেশি দেখেন।
পিছু ধাওয়া করার স্বপ্ন:
কেউ আপনার পিছু ধাওয়া করছেন, এমন স্বপ্ন দেখলে আজই সাবধান হোন। বিশেষজ্ঞদের মতে, যাঁরা কোনও কিছু আতঙ্কে কিংবা মানসিক চাপে রয়েছেন তাঁরা এই ধরনের স্বপ্ন বেশি দেখেন।
ওড়ার স্বপ্ন:
পাখি কিংবা সুপারহিরোর মতো ওড়ার স্বপ্নও নাকি দেখেন অনেকে। যাঁরা অ্যাডভেঞ্চারপ্রেমী তাঁরা মূলত এই ধরনের স্বপ্ন দেখেন।
মৃত্যুর স্বপ্ন:
জীবনে দায়দায়িত্ব সকলেরই থাকে। কেউ তা হাসিমুখে সামলান। আবার কেউ কেউ ওই দায়দায়িত্ব সামলাতে গিয়ে দুশ্চিন্তার কালো আঁধারে ডুবে যান। যাঁরা অত্যধিক দুশ্চিন্তা করেন, তাঁরা নাকি ঘুমের মধ্যে নিজের মৃত্যু স্বপ্ন বেশি দেখেন।
দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন:
দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন শুভ লক্ষ্মণ। এই স্বপ্ন দেখলে নাকি মনোবাঞ্ছা পূরণ হয়।
সময়মতো কোনও কাজ করতে না পারার স্বপ্ন:
যাঁরা তেমন আত্মবিশ্বাসী নন, তাঁরা নাকি সময়মতো কোনও কাজ না করার স্বপ্ন দেখেন। তবে এই ধরনের স্বপ্ন নাকি কোনও সুযোগ হাতছাড়া হওয়ার কুইঙ্গিত বহন করে।
প্রকাশ্যে নগ্ন হওয়ার স্বপ্ন:
প্রকাশ্যে নগ্ন হওয়ার স্বপ্নও নাকি কুইঙ্গিত দেয়। এই ধরনের স্বপ্ন যাঁরা দেখেন তাঁদের প্রকাশ্যে অপমানিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
বিশ্বাসভঙ্গের স্বপ্ন:
স্বপ্নে কেউ আপনার বিশ্বাসভঙ্গ করছেন? উত্তর ‘হ্যাঁ’ হলে একটু সাবধানে থাকুন। কারও কাছ থেকে প্রতারিত হতে পারেন শীঘ্রই।
ভয়ের স্বপ্ন:
কোনও স্বপ্ন দেখে ভয় পান অনেকেই। আপনার জীবনে এমন ঘটনা ঘটলে তা কুলক্ষ্মণেরই ইঙ্গিত দেয়। বড়সড় কোনও বিপদ আসতে চলেছে বলেই মনে করন অনেকেই।
প্রাক্তনের স্বপ্ন:
আপনার বৈবাহিক কিংবা প্রেমের সম্পর্কে কি কোনও জটিলতা তৈরি হয়েছে? যতটা সুখী হবেন ভেবেছিলেন, ততটা কি নন? উত্তর ‘হ্যাঁ’ হলে অনেকেই নাকি প্রাক্তনের স্বপ্ন দেখেন।
চুল পড়ার স্বপ্ন:
বয়স, সৌন্দর্য নিয়ে যাঁরা বেশি চিন্তাভাবনা করে তাঁরাই মূলত চুল পড়ার স্বপ্ন দেখেন।
জলে ডুবে যাওয়া, আগুন লাগার স্বপ্ন:
কোথাও আগুন লেগে যাওয়া কিংবা জলে ডুবে যাওয়ার স্বপ্ন মূলত জীবনে কোনও বিপর্যয়ের ইঙ্গিত দেয়। তাই এই ধরনের স্বপ্ন দেখলে সাবধান।
সাপের স্বপ্ন:
সাপের স্বপ্ন দেখা শুভ। সাধারণত এই ধরনের স্বপ্ন বংশবৃদ্ধির ইঙ্গিত দেয়।
ঘুমঘোরে দেখা স্বপ্নের সত্যি কোনও অর্থ রয়েছে কিনা, তার অবশ্য তেমন কোনও প্রমাণ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.