সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে শনি দেবের প্রভাব রয়েছে কিছু জাতক জাতিকার জীবনে। একইসঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগ লক্ষ্য করা যাচ্ছে। গ্রহ ও তিথির এই অবস্থান কারও পক্ষে শুভ। আবার কারও পক্ষে অশুভ। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক।
মেষ রাশি: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ধৈর্য ধরে কাজ করুন, সাফল্য আসবে। অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট কথা বলুন। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন। দাম্পত্য সম্পর্কে অশান্তি দেখা দিতে পারে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়।
বৃষ রাশি: আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। বিনিয়োগের জন্য ভালো সময়। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। ছোটখাট অসুস্থতা এড়িয়ে যাবেন না। শরীর ও স্বাস্থ্যের প্রতি নজর দিন। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। পিতা-মাতার শরীর ভালো যাবে না। চিকিৎসায় অতিরিক্ত খরচের সম্ভাবনা।
মিথুন রাশি: নতুন যোগাযোগ গড়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য শুভ সময়। ব্যবসায় লাভের মুখ দেখবেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবার সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা বাড়বে।
কর্কট রাশি: আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবারকে সময় দিন। কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা। সন্তানের জন্য পরিবারে শান্তি বজায় থাকবে। ব্লাড সুগারের রোগীরা সংযত জীবনযাপন করুন।
সিংহ রাশি: সিংহ রাশিতে আজ সর্বার্থ সিদ্ধি যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত প্রশংসিত হবে। অহংকার এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যেকোনও নতুন কাজ আজ শুরু করতে পারেন। সমস্ত বাধা বিপত্তি আজকের দিনে আপনি নির্বিঘ্নে অতিক্রম করতে পারবেন। অর্শ জাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি: স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। হজমের সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বাড়বে। সন্তানের কৃতিত্বে গর্ববোধ করবেন। গৃহে শান্তি ও আনন্দের পরিবেশ থাকবে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। মানসিক অস্থিরতায় ভোগার আশঙ্কা রয়েছে। মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন। পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। দেখে শুনে রাস্তা পার হোন।
তুলা রাশি: বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অংশীদারিত্বের কাজে সাফল্য আসবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। প্রেমের সম্পর্কে মধুরতা বজায় থাকবে। বহু দিনের পাওনা আদায় হবে আজ। ব্যবসায় বড় কোনও সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন।
বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাবেন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন। ব্যবসায় লাভ হবে। অতিরিক্ত অর্থ প্রাপ্তির সম্ভাবনা। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
ধনু রাশি: আজ ভাগ্য আপনার সহায় হবে। বিদ্যার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আসবে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। ভাই-বোনের সম্পর্ক ভালো হবে। আজ শনিদেবের উদ্দেশ্যে দান করুন। অশুভ প্রভাব থেকে মুক্ত হবেন। নিজের লক্ষ্যে স্থির থাকলে সাফল্য পাওয়ার সম্ভাবনা। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে।
মকর রাশি: আকস্মিক আর্থিক লাভ বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। গোপন বিষয়গুলো নিয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা। নিজের ক্রোধকে সংযত করুন।
কুম্ভ রাশি: সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে, বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে। ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান করুন। নতুন অংশীদারিত্বের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। যেকোনও সিদ্ধান্ত দুপুরের পরে নিন। শারীরিক অবস্থা ভালো যাবে না। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়।
মীন রাশি: পুরোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। কাজের চাপ বাড়তে পারে। ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন। অপ্রত্যাশিত ভ্রমণের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে অশান্তি ঘটতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন। নিজের ভুল স্বীকার করে নিন। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনও সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ আসবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.