Advertisement
Advertisement
Ajker Rashifal

১৪ অক্টোবর রাশিফল: শত্রু গোপনে ক্ষতি করবে! স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে

জেনে নিন আজকের রাশিফল।

ajker rashifal daily horoscope on 14 October 2025
Published by: Buddhadeb Halder
  • Posted:October 14, 2025 12:23 am
  • Updated:October 14, 2025 12:23 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই ঘটে, যার তল মেলা ভারি মুশকিল। সে ঘটনা ভালো-মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। কেমন কাটবে আজকে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

মেষ রাশি: কর্মস্থলে পদোন্নতি। কোনও দুর্ঘটনার কবলে পড়তে পারেন। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। দাম্পত্য জীবনে সুখ থাকবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: দুপুরের পর ভাগ্য পরিবর্তন। কর্মস্থলে চাপ বাড়বে। আর্থিক খরচ বাড়বে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো সময় যাবে। হঠাৎ করে কোনও বিষয়ে উদ্বেগ বাড়তে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন।

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: শত্রু গোপনে আপনার ক্ষতি করবে। দিনের শুরুতেই কোনও ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। সংসারে অহেতুক খরচ বাড়বে। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। পরিবারে দায়িত্ব বৃদ্ধি। বাতের ব্যথায় কষ্ট পাবেন। 

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: ব্যবসায় ক্ষতি হতে পারে। জমি কেনা-বেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। প্রিয় মানুষের থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা। 

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: স্ত্রীর সঙ্গে মতানৈক্য দেখা দেবে। দিনের শেষ ভাগে কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভের মুখ দেখবেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। 

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: প্রতিবেশীর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। কুবাক্য বলা থেকে নিজেকে বিরত রাখুন। সঞ্চয়ের চেষ্টা করুন। সুগারের রোগীরা চিকিৎসকের কথা মেনে চলুন।

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: ব‌্যবসায় বড় ধরনের বিনিয়োগ না করাই শ্রেয়। নব-বিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে। যেকোনও সিদ্ধান্তই ভেবে-চিন্তে গ্রহণ করুন। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা বাতিল হবে। জ্যোতিষচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্যহানি ঘটাবে। 

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে। নতুন ব‌্যবসা শুরু করার জন‌্য আজকের দিনটি শুভ। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। জ্বর ও সর্দিকাশির থেকে সাবধানে থাকুন। পিতা-মাতার শরীর নিয়ে উদ্বেগ বাড়বে। 

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে বড় পদ পেতে পারেন। চিকিৎসায় হয়রানি ও অর্থব‌্যয়। পরিবারে ছোটখাটো ভ্রমণের সুযোগ পাবেন। কাছের কেউ আপনার ক্ষতি করবে। 

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: পুলিশি সমস্যায় ভোগার আশঙ্কা। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে মিটমাট করুন। কর্মস্থলে পরিশ্রম বাড়বে। ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দেবে। ছোটখাটো শারীরিক সমস‌্যায় অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: দাদার প্রতি অভিমান বাড়বে। মনঃকষ্টে ভোগার আশঙ্কা। সম্পর্ক বিচ্ছেদের যন্ত্রণা পাবেন। ট্রান্সপোর্টের ব্যবসায় বড়সড় লাভ হবে। হৃদরোগ থেকে সাবধান। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ